সদ্য স্টার জলসায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’(Gantchora)। এই সিরিয়ালের বয়স বেশীদিন না হলেও মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে গৌরব-সোলাঙ্কি সহ অনান্য তারকাখচিত এই সিরিয়াল। শুরু থেকেই দেখা যাচ্ছে,শহরের নামজাদা ব্যাবসায়ী পরিবার হল সিংহ রায় পরিবার।
অন্যদিকে সিরিয়ালের নায়িকা খড়ি (Khori) , আর দ্যুতির (Dyuti) মা স্বপ্ন দেখে বড়লোক বাড়ির ছেলের সাথে মেয়ের বিয়ে দেন। আর তার তুরুপের তাস হয়ে ওঠে তার বড় মেয়ে দ্যুতি। সারাক্ষণ রূপচর্চা করতে ভালোবাসে সে। মায়ের মতো তরও স্বপ্ন বড়লোক বাড়ির ছেলেকে বিয়ে করা। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে সিংহ পরিবারের বড় ছেলে ঋদ্ধিমান (Ridhiman) বাড়ির জগদ্ধাত্রী পুজোয় প্রথম দেখাতেই সুন্দরী দ্যুতির প্রেমে পড়ে যায়।
এরপর থেকে দ্যুতিকেই বাড়ির বড় বউমা করতে চায় সকলে।অন্যদিকে ঋদ্ধির ভাই রাহুল সবসময় দাদার পছন্দের জিনিস ছিনিয়ে নিতে এক্সপার্ট। ইদানীং দ্যুতিও স্মার্ট,হ্যান্ডসাম রাহুলকে চোখে হারাচ্ছে। বদমেজাজী ঋদ্ধিমানকে সহ্য করতে পারছে দ্যুতিও। কিন্তু সবটাই মনে মনে। অন্যদিকে শুরু থেকেই দ্যুতির বোন খড়ি আর ঋদ্ধি দুজনই একে অপরকে সহ্য করতে পারে না।
সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ঋদ্ধি এখনও পর্যন্ত জানে খড়ি দ্যুতির বোন। মা আর দিদির মুখের দিকে তাকিয়ে খড়িও নিজের পরিচয় গোপন রাখতে বাধ্য হয়। এসবের মধ্যেই সিরিয়ালে দেখা যাচ্ছে দুই বাড়িতে দ্যুতি আর ঋদ্ধির বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেলেও মনে মনে নিজেই নিজের বিয়ে ভেস্তে দেওয়ার ছক কষছে দ্যুতি।
View this post on Instagram
এসবের মধ্যেই সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে।সেখানে দেখা যাচ্ছে সিঁদুর দানের ঠিক আগের মুহুর্তে খড়ি ঋদ্ধির হাত টা ধরে ফেলে এবং তাকে সত্যিটা জানিয়ে দেয়। এরপরেই উপস্থিত সাংবাদিকদের খড়ি জানায় বিয়ে হবে না। কিন্তু ঋদ্ধিই জেদের বসে জোর করে খড়ির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।