সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে এই সিরিয়াল। ইদানীং দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি মেগা সিরিয়াল হল স্টার জলসার ‘মন ফাগুন’(Mon Phagun)। মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই পারিবারিক ড্রামার প্রেক্ষাপটে তৈরি ঋষি-পিহুর এই মিষ্টি প্রেমের গল্প মন ছুঁয়েছে দর্শকদের।
সিরিয়াল প্রেমীদের অত্যন্ত পছন্দের এই মেগা সিরিয়ালে ঋষিরাজ অর্থাৎ টুবাইদা এবং প্রিয়দর্শিনী অর্থাৎ পিহুর চরিত্রে অভিনয় করছেন টেলি জগতের হার্টথ্রব শন ব্যানার্জি (Sean Banerjee) এবং নবাগতা টেলি অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। সিরিয়ালের প্লট অনুযায়ী দেখা যাচ্ছে ছোটোবেলায় হারিয়ে যাওয়া পুরনো প্রেমিক-প্রেমিকা তারা।
টিভির পর্দায় ঋষি-পিহুর কেমিস্ট্রি দারুন পছন্দ দর্শকদের। অনুরাগীরা ভালোবেসে তাদের নাম দিয়েছেন পিহুরাজ। ইতিমধ্যেই নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে পরিস্থিতির চাপে বিয়ে হয়েছে তাদের। ইতিমধ্যেই পিহু জেনে গিয়েছে মিস্টার সেনই হলেন তার ছোট বেলায় হারিয়ে যাওয়া প্রেম টুবাইদা। কিন্তু সত্যিটা এখনও পর্যন্ত জানে না ঋষি। তাকে জানানোর আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে দুই নতুন চরিত্র প্রি অর্থাৎ প্রিয়াঙ্কার।
সে ঋষির বিজনেস পার্টনারের মেয়ে। তাকে দুচোখে দেখতে পারে না পিহু। কারণ ঋষিকে দেখলেই সারাক্ষণ গায়ে পড়ে ন্যাকামি করে সে। ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে মজার খেলায় শর্ত জিতে প্রিকে গেস্ট হাউসে পাঠিয়ে ভূতের ভয় দেখিয়েছে পিহু। এরপরেই ফের টুবাইদার বেবির সাথে নতুন ঘুড়ির লড়াইয়ে মেতেছে পিহু।
মকর সংক্রান্তি উপলক্ষে বাড়ির ছাদে সবাই মিলে ঘুড়ি লড়াইয়ে ব্যস্ত। সেই খেলায় বাড়ির সবাই যোগ দিয়েছে পিহুর টিমে। তখনই পিহু কে জ্বালাতে ইচ্ছা করে প্রির টীমে যায় ঋষি। সেখানেই ঘুড়ি ওড়ানোর ফাঁকে ঋষি পিহুর মধ্যে দেখা গেল মিষ্টি রোম্যান্টিক মুহুর্ত। এই পর্বে ঋষি পিহুকে একে অপরের কাছাকাছি আসতে চোখ জুড়িয়েছে মন ফাগুন সিরিয়ালের দর্শকদের।
View this post on Instagram