• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টিভিতে বদরাগি শ্বাশুড়ি কোকিলা মোদি! তার আসল নাম-পরিচয় থেকে বাস্তব জীবন,রইলো অজানা তথ্য

Published on:

Kokila Modi,কোকিলা মোদি,Rupal Patel,রুপল প্যাটেল,Sath Nibhana Sathiya,সাথ নিভানা সাথিয়া,TV Industry,টিভি ইন্ডাস্ট্রি

বিনোদন জগতে আজকাল বলিউডের মতোই বিপুল জনপ্রিয়তা পেয়েছে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি (Tv Industry)। দিনে দিনে বাড়ছে হিন্দি সিরিয়ালের সাথে যুক্ত অভিনেতা, অভিনেত্রীদের জনপ্রিয়তা। আসলে টিভি ইন্ডাস্ট্রিতে এমন অনেক প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা তাদের অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে নিজের নিজের চরিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

যার জেরে সেই সিরিয়াল শেষ হওয়ার পরেও তারা দর্শকদের কাছে ওই সিরিয়ালের চরিত্রের নামেই অধিক পরিচিতি পেয়ে থাকেন। তাই দর্শকরা তাদের আসল নামের পরিবর্তে সিরিয়ালের চরিত্রের নামেই বেশি চেনেন। নিজের অভিনয় গুণে দীর্ঘদিন ধরে দর্শকমনে রাজত্ব করে চলা এমনই একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হলেন ‘সাথ নিভানা সাথিয়া'(Sath Nibhana Sathiyama) -র দর্জাল শাশুড়ি কোকিলা মোদি (Kokila Modi) চরিত্রের অভিনেত্রী রূপল প্যাটেল (Rupal Patel)।

Kokila Modi,কোকিলা মোদি,Rupal Patel,রুপল প্যাটেল,Sath Nibhana Sathiya,সাথ নিভানা সাথিয়া,TV Industry,টিভি ইন্ডাস্ট্রি
স্টার প্লাসের জনপ্রিয় এই সিরিয়ালে গোপী বহুর কড়া শ্বাশুড়ির কোকিলা মোদির চরিত্রে রূপলের অভিনয় আজও দর্শকমহলে বিপুল জনপ্রিয়। এই চরিত্রের কারণেই দর্শকরা রুপলকে তার আসল নামের চেয়ে কোকিলা মোদী নামেই বেশি চেনেন। যার জেরে আজও তিনি টিভি ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় শাশুড়িদের মধ্যে অন্যতম।

Kokila Modi,কোকিলা মোদি,Rupal Patel,রুপল প্যাটেল,Sath Nibhana Sathiya,সাথ নিভানা সাথিয়া,TV Industry,টিভি ইন্ডাস্ট্রি
তবে সিরিয়ালে সারাক্ষণ প্রচন্ড রাগি আর গম্ভীর শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও বাস্তব জীবনে একেবারে আলাদা সকলের প্রিয় কোকিলা মোদি। জানা যায় টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী বাস্তব জীবনে দারুণ স্টাইলিশ এবং গ্ল্যামারাস। সিরিয়ালে সবাইকে সারাক্ষণ কড়া অনুশাসনে বেঁধে রাখলেও বাস্তব জীবনে রূপল নিজের জীবনটাকে চুটিয়ে উপভোগ করেন।

Kokila Modi,কোকিলা মোদি,Rupal Patel,রুপল প্যাটেল,Sath Nibhana Sathiya,সাথ নিভানা সাথিয়া,TV Industry,টিভি ইন্ডাস্ট্রি
১৯৭৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন রূপল। বর্তমানে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী বাস্তব জীবনে দারুন ফিট। সিরিয়ালে গুজরাতি পরিবারের কর্ত্রীর মতো সাজগোজ করে সারাক্ষণ শাড়ি গয়না পড়ে থাকলেও বাস্তব জীবনে অভিনেত্রী দারুন মর্ডান পোশাক পরে থাকে। রুপলের স্বামীর নাম কৃষ্ণ দত্ত। জানা যায় তিনি তার বিবাহিত জীবনে খুব খুশি। উল্লেখ্য হিন্দি সিরিয়াল ছাড়াও, রুপল অনেক গুজরাটি এবং বাংলা শোতেও অভিনয় করেছেন।

Kokila Modi,কোকিলা মোদি,Rupal Patel,রুপল প্যাটেল,Sath Nibhana Sathiya,সাথ নিভানা সাথিয়া,TV Industry,টিভি ইন্ডাস্ট্রি

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥