বলিউডের জনপ্রিয় লাভ বার্ডসদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা রনবীর কাপুর এবং আলিয়া ভাট। বিগত বেশ কিছুদিন ধরেই বি টাউনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই সেলিব্রেটি জুটির বিয়ের খবর। আর বরাবরই এই জুটির ব্যাক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল থাকে চরমে। এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলিয়ার একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও।
এমনিতে মাঝে মধ্যেই বেঁফাস মন্তব্য করে শিরোনামে উঠে আসেন কাপুর পরিবারের হবু বৌমা। সম্পর্ক হোক কিংবা ব্যাক্তিগত জীবন বরাবরই স্পষ্ট বক্তা আলিয়া। প্রেমিক রণবীরের সাথে সম্পর্ক নিয়েও কখনও লুকোছাপা করেননি অভিনেত্রী। এমনকি একবার সকলের সামনে বোমা ফাটিয়ে নিজেই নিজের বেডরুম সিক্রেট ফাঁস করেছিলেন অভিনেত্রী।
সবাইকে অবাক করে দিয়ে মহেশ ভাটের মেয়ে এক সাক্ষাৎকারে খোলসা করেছিলেন নিজের পছন্দের সেক্স পজিশন। এই খবর প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে ওঠে পেজথ্রির পাতা। যার জেরে ফের একবার শিরোনামে চলে আসেন অভিনেত্রী।আলিয়ার এমন মন্তব্য শুনে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
যৌনতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন তার প্রিয় সেক্স পজিশন হল ‘ক্লাসিক মিশনারি’। সেইসাথে কারণ হিসেবে অভিনেত্রী বলেছিলেন সন্ন্যাসিনীর যেভাবে সহজ সরল জীবন-যাপন করে। তিনিও নিজের যৌনজীবনটাকে তেমন ভাবেই উপলব্ধি করেন। কারণ তিনিও একজন সহজ-সরল মানুষ।
উল্লেখ্য আলিয়া রণবীরের বিয়ে এখন সময়ের অপেক্ষা। সম্পর্কে আসার পর থেকেই একসাথে লিভ ইন করেন এই তারকা জুটি আর সম্প্রতি দুজনে মিলে একান্তে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন কেনিয়ার মাসাইমারাতে। সেখানেই আলিয়ার একগুচ্ছ ছবি তুলে দিয়েছেন রনবীর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রনবীর কে ফটো ক্রেডিটও দিয়েছেন আলিয়া।