ভারতের এক অত্যাধিক জনপ্রিয় রিয়্যালিটি শো সোনি টিভির ইন্ডিয়া গট ট্যালেন্ট (India’s Got Talent)। এই মঞ্চে গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অসাধারণ সমস্ত প্রতিভাধারীরা উপস্থিত হন। প্রতিযোগীদের স্বপ্ন পূরণের পাশাপাশি গোটা দেশের মানুষের কাছে অনেক অদেখা প্রতিভা তুলে ধরে এই রিয়্যালিটি শো এর মঞ্চ। আর এবার ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে হাজির বর্ধমানের মেয়ে তথা বাংলার গর্ব সাথী দে (Saathi Dey)।
জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে রয়েছেন কিরণ খের, শিল্পা শেট্টি কুন্দ্রা, বাদশাহ ও মনোজ মুনতাশীর। সমগ্র ভারতবর্ষ থেকে আসা প্রতিভাগুলিকে প্রতি শনি ও রবিবার টিভির পর্দায় দেখা যাবে এই শোয়ের মাধ্যমে। যেখানে বিচারকদের মুগ্ধ করতে পারলেই মিলবে গোল্ডেন বাজার। যেটা একধাপ এগিয়ে নিয়ে যাবে প্রতিযোগীদের নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে।
এবারে ইন্ডিয়া গট ট্যালেন্টের বিশেষ আকর্ষণ হিসাবে প্রথমেই প্রমো ভিডিওতে দেখানো হয়েছে এক অভিনব ডান্স ফর্ম। যেখানে মাথার চুলের সাহায্যে ঝুলন্ত দড়ি থেকে ঝুলেই নৃত্য প্রদর্শন করা হয়েছে। ভারতবর্ষে এই প্রথম এই ধরণের প্রতিভা দেখতে পাবেন দর্শকেরা রি রিয়্যালিটি শো এর মঞ্চে। সত্যিই এই নৃত্য প্রদর্শনী চমকে দেবার মত। যা দেখে বিচারকরা তো বটেই দর্শকেরাও চমকে গিয়েছেন।
যেমনটা জানা যাচ্ছে, বর্ধমানের পাঁচড়া নামের ছোট্ট এক গ্রামের মেয়ে সাথী দে। ছোট থেকেই তাঁর মায়ের ইচ্ছা ছিল মেয়েকে নিয়ে নাচের জগতে বড় কিছু করার। তাই তিন বছর থেকেই শুরু নাচের শিক্ষা, আর প্রথম স্টেজ পারফর্মেন্স। মায়ের হাত ধরেই শুরু হয় নাচের শিক্ষা। প্রথমদিকে বাবা মেয়ের এই নাচের প্রতিভা সাপোর্ট করেননি। বাবা চাইতো পড়াশোনার ওপর জোর দিতে। কিন্তু সর্বদা মা পাশে থেকেছে। আর আজ বাংলার প্রথম হেয়ার অ্যাক্ট ডান্সার সাথী।
ক্লাস নাইনে পড়া কালীন নাচ শেখার জন্য বর্ধমানের পাঁচড়া থেকে কলকাতা আসতেন সাথী। নিজে নাচ শেখার পাশাপাশি গ্রামের মেয়েদেরকেও নাচ শেখাতে শুরু করেন সাথী। এরপর ধীরে ধীরে অনেক জায়গায় পারফর্মেন্স করে প্রশংসা পেয়ে একসময় পৌঁছান স্বপ্ন নগরী মুম্বাইতে। নাচের সুবাদেই প্রায় গোটা ভারত ঘুরে বেড়িয়েছেন তিনি। এরপর একসময় হেয়ার ডান্স পারফর্মেন্স দেখে শেখার আগ্রহ জাগে।
এরপর বিট ব্রেকারস গরূপে যোগ দেন সাথী। সেখানে স্যারদের থেকেই শুরু হয় এই বিশেষ ডান্স ফর্মের শিক্ষা। প্রথমে প্র্যাক্টিসের জন্য সিলিং ফ্যানে দড়িতে ঝালিয়ে রাখা হত, এরপর সেটা এরিয়ালে পৌঁছায়। আর হারনেসের সাথে বেঁধে শুরু হয় নাচ। এরপর কঠিক পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জেরে আজ বাংলার প্রথম সফল হেয়ার অ্যাক্ট ডান্সার সাথী। ভবিষ্যতেও তিনি এই নাচ নিয়েই এগিয়ে যেতে চান। সাথে চান এই নাচকে আরও বড় মঞ্চে তুলে ধরতে। সাথীর জন্য বংট্রেন্ডের পক্ষ থেকেই রইল অনেক অনেক শুভেচ্ছা।