বলিউডের ভাইজান বললেই যাকে সবাই চেনে তিনি হলেন সালমান খান (Salman Khan)। ইন্ডাস্ট্রির প্রথমসারির তারকাদের মধ্যে অন্যতম সালমান। কয়েক দশক ধরে সালমান মানেই সুপারহিট ছবি! একপ্রকার ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি। কিছুদিন আগেই ৫৬ বছরে পা দিয়েছেন অভিনেতা। তবে পর্দায় হোক বা বাস্তবে তাকে দেখে সেটা বোঝা দায়! সবসময়েই ফিট অ্যান্ড ফাইন থাকেন ভাইজান।
যেখানে ৫০ পেরোলেই লোকে বুড়ো হয়ে যান সেখানে ভাইজান দিব্যি প্রতিবছর সিক্স প্যাক অ্যাবস দেখিয়ে সিনেমায় অ্যাকশন করে চলেছেন। যেটা অনেকের কাছেই বেশ ঈর্ষণীয়। শুধু তাই নয়, এখনও পর্যন্ত বিয়েটাও করেননি সালমান। একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্কের গুঞ্জন হলেও ব্যাচেলার হয়েই জীবনটা কাটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
সম্প্রতি জন্মদিনের আগেই সর্বত্র চর্চা শুরু হয়ে গিয়েছিল সালমান খানকে নিয়ে। কারণ জন্মদিনের আগেই ফার্ম হাউসে সাপে কামড়ে ছিল সালমান খানকে। যদিও গুরুতর কিছুই হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় অভিনেতাকে। এরপর হাসি মুখেই ভক্তদের সামনে সুস্থ আছেন জানান সালমান নিজেই।
তবে সম্প্রতি নেটপাড়ায় রীতিমত খিল্লি উড়েছে সালমান খানের। কারণ ভাইজানের একটি নাচের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দাবাং সিনেমার ‘পান্ডে জি সিটি ‘ গানটিতে নাচতে দেখা যাচ্ছে সালমান খানকে। গাঢ় নীল রঙের জিন্স আর কালো জ্যাকেট ও ভেতরে কালো টিশার্ট পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। কিন্তু মুশকিল হল নাচতে গিয়ে সালমানের ভুঁড়ি একেবারে স্পষ্ট বোঝাযাচ্ছে।
View this post on Instagram
আর ভিডিওতে ভুঁড়ি বোঝা যেতেই কেলেঙ্কারি! নেটিজেনরা এমনিতেই সুযোগ খোঁজে সেলিব্রিটিদের ট্রোলিংয়ের জন্য। এদিকে সালমান খান ৫০ পেরিয়েও সিঙ্গেল তা নিয়ে কম ট্রোলিং হয়নি। এবার ভুঁড়ি বেরোতে দেখে ট্রোলের বন্যা বইয়ে দিয়েছে নেটিজেনরা ভিডিওর কমেন্ট বক্সে। কারোর মতে, অনেক তো বয়স হল এবার এসব ছাড়ো কাকা! তো কেউ বলেছেন, সিনেমায় নকল বডি দেখায় আসলে রয়েছে আস্ত একটা ভুঁড়ি।