• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনম কাপুর থেকে নেহা ধুপিয়া, বরের ঠোঁটে চুমু দিয়েই নতুন বছর শুরু করলেন বলি সুন্দরীরা

Published on:

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia

সবেমাত্র ২০২১ সালকে বিদায় জানিয়ে নতুন বছরের শুরু হয়েছে। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি ২০২২ সালকে স্বাগত জানাতে গতকাল রাত থেকেই সেলিব্রেশনে মেতেছেন বিশ্ববাসী। সকলেই নিজস্ব কায়দায় স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। কেউ নিজের মতো করে আবার কেউ পার্টি করেছেন পরিবার নিয়ে। নববর্ষ উদযাপনের সেই ছবি কমবেশি সকলেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে সেলিব্রেটিদের নতুন বছর উদযাপনের কয়েক ঝলক।

১) সোনম কাপুর (Sonam Kapoor)

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia
সোনম কাপুর তার ইনস্টাগ্রামে স্বামী আনন্দ আহুজার সাথে নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করেছেন। যার মধ্যে দুটি ছবিতে দেখা যাচ্ছে স্বামীকে চুম্বন করছেন সোনম। অপর একটি ছবিতে তাদের দুজনকেই একে অপরকে চুমু খেতে দেখা যায়। এদিন তারা দুজনেই কালো পোশাক পরেছিলেন। ছবির ক্যাপশনে এদিন সোনম লিখেছেন ‘আমার জীবনের ভালোবাসার জন্য শুভ নববর্ষ। তিনি শুধু প্রত্যেক দিনের জন্যই অসাধারণ নন, তিনি প্রতি বছরই অসাধারণ এবং তার সাথেই আমি আমার প্রতি নতুন বছর কাটাতে চাই। ২০২২ সালে আপনাদের সকলের সুস্বাস্থ্য, সুখ এবং পরিপূর্ণতা কামনা করছি। ‘

২) শিল্পা শেট্টি (Shilpa Shetty)

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia
শিল্পা শেট্টি এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।সেখানে তাকে লাফালাফি করতে দেখা যাচ্ছে। এই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘শুধু ইতিবাচকতা এবং উৎসাহ নিয়ে ২০২২-এ ঝাঁপ দাও,সকলের সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করছি। শুভ নববর্ষ এবং নিরাপদ থাকুন। ‘

৩) সোহা আলি খান (Soha Ali Khan)

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia
সোশ্যাল মিডিয়ায় নতুন বছর উদযাপনের ছবি শেয়ার করেছেন সোহা আলি খান। তার শেয়ার করা ছবিতে,দেখা যাচ্ছে সকলেই মাথায় হ্যাপি নিউ ইয়ার লেখা সোনালি টুপি পরেছেন। এছাড়া সোহার পরনে রয়েছে কমলা রঙের কাপ্তান,সাইফ আলি পরেছেন কালো পোশাক আর পাশেই করিনা পরেছেন লাল রঙের পোশাক।

৪) কঙ্গনা রানাউত (Kangana Ranaut)

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia

বলিউড ক্যুইন কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে একটি লাল শাড়ি এবং ভারী গয়না পরা ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন – ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা।তিরুপতি বালাজির আশীর্বাদে এই বছরের শুরু।আশা করি এটি স্মরণীয় হবে।’

৫) নেহা ধুপিয়া (Neha Dhupia)

New Year Celebration,নতুন বছর উদযাপন,Social Media,সোশ্যাল মিডিয়া,Bollywood Celebrities,বলিউড সেলিব্রেটিস,সোনম কাপুর,Sonam Kapoor,শিল্পা শেট্টি,Shilpa Shetty,সোহা আলি খান,Soha Ali Khan,কঙ্গনা রানাউত,Kangana Ranaut,নেহা ধুপিয়া,Neha Dhupia

এদিন সোশ্যাল মিডিয়ায় স্বামী আগন্দ বেদির সঙ্গে লিপলক করার ছবি শেয়ার করেছেন নতুন বছর কে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। ছবি দেখে মনে হচ্ছে, তারা সমুদ্রের তীরে রয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন – ‘কোন অনুশোচনা নেই, কোন সমাধান নেই, শুধুমাত্র কৃতজ্ঞতা। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥