২০২১ সাল শেষ হয়ে গেল চলে এল নতুন বছর ২০২২। ভালো খারাপ সব মিলিয়ে কেটেছে ২০২১ সালটা। তবে করোনা মহামারী থেকে শুরু করে একাধিক প্রিয় অভিনেতারাও প্রয়াত হয়েছেন। আজ নতুন বছর শুরুর দিনে চলুন একবার ফিরে দেখা যাক সেই সমস্ত তারকাদের যারা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তারাদের দেশে।
১. দিলীপ কুমার (Dilip Kumar)
বলিউডের বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার। একসময় তাঁর অভিনীত ছবি মাতিয়ে রেখেছিল গোটা বলিউডের দর্শকদের। দাগ, পেয়গাম, বাবুল, শবনম একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন অভিনেতা। বলিউডের ট্রাজিডি কিং বলা হয় দিলীপ কুমারকে। তবে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। শেষে ৭ ই জুলাই ২০২১ সালে ৯৮ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা।
২. সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)
বর্তমান সময়ের বি টাউনের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন সিদ্ধার্থ শুক্লা। যেমন অভিনয় তেমনই ছিল তার ব্যবহার সকলের কাছেই খুব প্রিয় অভিনেতা ছিলেন শুক্লা। বিগবস ১৩ এর বিজয়ে হিসাবে ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছিলেন। কিন্তু ২রা সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সেই সকলকে চমকে দিয়ে প্রয়াত হন অভিনেতা। সিদ্ধার্থের চলে যাওয়াটা প্রথমে মেনে নিতে পারেননি কেউই, তবে শারীরিকভাবে সকলকে ছেড়ে গেলেও আমাদের মনে অভিনেতা থাকবেন চিরদিন।
৩. সুরেখা সিক্রি (Surekha Sikri)
বলিউডের প্রবীণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম সুরেখা সিক্রি। সিনেমা হোক বা হিন্দি মেগা সিরিয়াল দর্শকদের কাছে নিজের দক্ষ অভিনয়ের জন্য সর্বদায় পরিচিত ছিলেন তিনি। কিন্তু ১৬ই জুলাই ২০২১ সালে ৭৬ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলেও তাঁর আগে দুবার ব্রেন স্ট্রোক হয়েছিল অভিনেত্রীর।
৪. পুনিত রাজকুমার (Punith Rajkumar)
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিখ্যাত কান্নার অভিনেতা পুনিত রাজকুমার। ২৯শে অক্টবর হটাৎই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, তৎক্ষনাৎ ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু সব চেষ্টাই বৃথা! মাত্র ৪৬ বছর বয়সেই সকলকে ছেড়ে প্রয়াত হন অভিনেতা।
৫. রাজীব কাপুর (Rajiv Kapoor)
কিংবদন্তি বলিউড অভিনেতা রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। ২০২১ সালের ৯ই ফ্রেবুয়ারী প্রয়াত হন রাজীব কাপুর। হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান তিনি। মারা যাবার সময় বয়স হয়েচিল মাত্র ৫৮ বছর। কাপুর পরিবারে ঋষি কাপুর ও রাজীব কাপুর দুজনেই চলে যাওয়ায় একা হয়ে পড়েছেন কারিনা কাপুরের বাবা রনধীর কাপুর।
৬. রাজ কৌশল (Raj Kaushal)
বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। অভিনয়ের জন্য না হলেও পরিচালক হিসাবে বেশ পরিচিত ছিলেন তিনি। ৩০শে জুন ভোরবেলা ঘুমের মধ্যেই হৃদ রজার কারণে প্রয়াত হন রাজ কৌশল। মারা যাবার সময় বয়স হয়েচিল ৪৯ বছর। রাজ চলে যাওয়ায় রীতিমত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী মন্দিরা বেদি।
৭. অনুপম শ্যাম (Anupam Shyam)
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন অনুপম শ্যাম (Anupam Shyam)। একাধিক হিন্দি সিরিয়ালে নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য বেশ বিখ্যাত ছিলেন তিনি। গতবছর ৮ই অগাস্ট অভিনেতা অনুপম শ্যামও প্রয়াত হন। মারা যাবার সময় বয়স হয়েছিল ৬৩ বছর।