জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘তারক মেহেতা কা উল্টা চশমা’ (Tarak Mehta Ka ulta Chashma)- র অত্যন্ত জনপ্রিয় চরিত্র হলেন ববিতা জি৷ এই সিরিয়ালে ববিতা জী-র চরিত্রে অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত (Munmun Dutta)। তবে শত ব্যস্ততার মধ্যেই সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। উল্লেখ্য এই অভিনয়ের সূত্র ধরেই সোশ্যাল মিডিয়াতেও দারুন জনপ্রিয় অভিনেত্রী।
তাঁর রুপের জাদুতে মুগ্ধ অসংখ্য পুরুষ হৃদয়৷ তবে অতীতে এমন একটা সময় ছিল যখন এই জনপ্রিয় অভিনেত্রীকেও যৌন নির্যাতনের মুখে পড়তে হয়েছিল৷ উল্লেখ্য ২০১৭ সালে যখন ভারত জুড়ে ‘মি টু’ ঝড় উঠেছিল তখন তার প্রতিবাদে সরব হয়েছিলেন একাধিক বলিউড অভিনেতা -অভিনেত্রী। অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া শারীরিক নির্যাতনের ঘৃণ্য অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
এই মি টু প্রসঙ্গেই একবার সোশ্যাল মিডিয়ায় নিজের সাথে ঘটে যাওয়া অতীতের একাধিক শারীরিক নির্যাতনের কথা জানিয়েছিলেন এই ববিতা অভিনেত্রী মুনমুন। সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি দীর্ঘ পোস্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছিলেন অভিনেত্রী। মি টু প্রসঙ্গে নীরবতা ভেঙে সকলের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন কখনও নিজের ঘরে নিজের মা , বোন, মেয়ে ,স্ত্রী , বাড়ির কাজের লোক সকলের সঙ্গে কথা বলে দেখুন,তাদের ভরসা অর্জন করে তাদের কাছে সত্যিটা জানতে চান, দেখবেন সত্যিটা সামনে এলে সবাই চমকে যাবেন৷
ওই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন এভাবে নিজের অভিজ্ঞতা লিখতে গিয়ে তাঁর চোখ ফেটে জল আসছে৷ ছোট বেলায় তিনি তার পাশের বাড়ির কাকা-র ভয়ানক দৃষ্টি থেকে ভয় পেতেন৷ নিজের অবসরে তার শরীর নিয়ে খেলত সেই সেই কাকা৷ সে আবার এই বলে হুমকি দিত কাউকে এটা জানিয়ে দেওয়া হলে তাহলে সে দেখে নেবে৷ পাশাপাশি তার থেকে বয়সে বড় তুতো ভাই যার কাছে তিনি মেয়ের মতো,সে তার জন্মের ১৩ বছর তখন কিশোরী মেয়ের বদলে যাওয়া শরীর ছুঁয়ে দেখতে চেয়েছিল সে৷
এখানেই শেষ নয় মুনমুন আরও বলেন ‘আমায় টিউশন পড়াত যে শিক্ষক, যাকে আমি রাখি বেঁধেছিলাম তার হাত আমার অন্তর্বাসের ভিতর দিয়ে ছুঁয়েছিল আমার যৌনাঙ্গ৷ এছাড়া ক্লাসে মেয়েদের বকাঝকা করার নামে তাদের ব্রার স্ট্র্যাপ টেনে ধরে স্তনে চড় মারতেন। মুনমুন জানিয়েছেন সেসময় তিনি বুঝতে পারতেন না নিজের বাবা-মা-কে কী করে এই বিষয়গুলি বলবেন৷ সেই কারণে পুরুষদের প্রতি ক্রমশ তার রাগ বেড়ে যেত৷