বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না (Rajesh Khanna)। তার অভিনয় জাদুতে মুগ্ধ গোটা দুনিয়া। তাই মৃত্যুর পরেও সিনেমাপ্রেমীদের কাছে আজও সমান প্রাসঙ্গিক এই অভিনেতা। দর্শকরা ভালোবেসে তাকে ‘কাকা’ ভলে ডাকেন। বেঁচে থাকলে আজকের দিনে এই কিংবদন্তি অভিনেতার বয়স হতো ৭৯। প্রয়াত অভিনেতার জন্মদিনের দিনেই এল এক নতুন সুখবর। এবার রাজেশ খান্নার জীবনের ওপর তৈরি হতে চলেছে বায়োপিক (Biopic)।
বলিউডের খ্যাতনামা প্রযোজক অভিনেতা নিখিল দ্বিবেদী (Nikhil Dwibedi) এবার বড় পর্দায় তুলে ধরতে চলেছেন রাজেশ খান্নার জীবনের নানান দিক। জানা যাচ্ছে গৌতম চিন্তামণির (Gautam Chintamani) লেখা বই ‘ডার্কস্টার, লোনলিনেস অফ বিং রাজেশ খান্না’ অবলম্বনে তৈরি হবে এই ছবি। ইতিমধ্যেই এই বইয়ের স্বত্ত্ব কিনেছেন প্রযোজক।
উল্লেখ্য সিনেমার মতোই বর্ণময় বলিউডের এই সুপারস্টারের জীবন। নানা সময়ে নানা খাতে বয়েছে তার জীবন। তার জীবনের সেই সমস্ত চড়াই উৎরাইয়ের দিকগুলিই তুলে ধরা হবে বড় পর্দায়। এ প্রসঙ্গে প্রযোজক নিখিল দ্বিবেদী জানিয়েছেন ‘রাজেশ খান্না এ দেশের প্রথম সুপাস্টার। তাঁর জীবনে প্রচুর ওঠা-পড়া যা অনুরাগীদের জানা উচিত। অনেক আগেই রাজেশ খান্নার জীবনী নিয়ে ছবি তৈরি হওয়া উচিত ছিল।’
নিখিল দ্বিবেদী সিনেমার প্রযোজনা করলেও এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বায়োপিকটি পরিচালনা করবেন ফারহা খান (Farah Khan)। জানা যাচ্ছে ফারহা ছাড়াও ছবির তার সহ চিত্রনাট্যকার হিসাবে চিত্রনাট্য লিখবেন স্বয়ং গৌতম চিন্তামণিও। উল্লেখ্য এই সিনেমা প্রসঙ্গে ফারহা জানিয়েছেন, ‘গৌতম চিন্তামণির বইটা পড়েছি। দারুণ লেগেছে। আর সেখান থেকেই নিখিলের সঙ্গে বায়োপিক নিয়ে কথা হচ্ছে। চিত্রনাট্য ফাইনাল হলেও ছবির কাজে নেমে পড়তে হবে।’
তবে কাকে দেখা যাবে সুপারস্টার রাজেশ খান্নার চরিত্রে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে ছবিতে রাজেশ খান্নার চরিত্রের বিভিন্ন শেড তুলে ধরা হবে। তবে কে থাকছেন মুখ্য ভূমিকায় সে প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক ও প্রযোজক দুজনেই। এ প্রসঙ্গে নিখিল বলেছেন ‘খুব শীঘ্রই এই ছবির অফিসিয়াল ঘোষণা হবে। সাংবাদিক বৈঠকেই সব জানানো হবে।’