অবসর সময়ে দর্শকদের বিনোদনের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। আর সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকদের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।
টিআরপির দৌড়েও ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলেছে ঊর্মি আর সাত্যকি বাবুর লাভ স্টোরি। আর পাঁচটা সিরিয়ালের সাংসারিক কূটকচালি থেকে একেবারে আলাদা এই সিরিয়াল। এই ধারাবাহিকের অন্যতম ইউএসপি হল একান্নবর্তী পরিবারের মিলেমিশে থাকার গল্প। এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
আর সরকার বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখা যায় ঊর্মির সাথে রেষারেষি করে সিরিয়ালের খলনায়িকার চরিত্রে থাকা রিনির। এই রিনির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee das)। সাত্যকি আর ঊর্মির ভালোবাসায় বারেবারে বাধা হয়ে দাঁড়ায় সে।
কিন্তু কিছুদিন আগেই সিরিয়ালে এসেছে বড়সড় টুইস্ট। দেখা যায় প্রাণে বাঁচিয়ে পেত্নী থেকে রিনির বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে উর্মি। কিন্তু রিনির মন থেকে উর্মির জন্য হিংসা দূর হয়নি এখনও। তাই উর্মি সাত্যকির হানিমুনে তাদের সাথে ঘুরতে গিয়েও একের পর এক ফন্দি এঁটে চলেছে রিনি।
ইতিমধ্যেই সামনে এসেছে সিরিয়ালের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে হানিমুনে গিয়েই এক ডিরেক্টরের চোখে পড়ে যায় উর্মির ট্যালেন্ট। তাতেই নায়িকা হয়ে যায় উর্মি। আর হাসতে হাসতে টুকাই বাবুকে বলে ‘ওরে টুকাই তোর বৌ সত্যিকারের হিরোইন রে, নে নে কলার তোল, কলার তোল’। এসব দেখে রাগের মাথায় রিনিও ডিরেক্টর কে ইমপ্রেস করতে চলে যায়। কিন্তু তাকে দেখে ডিরেক্টর বলে তাকে হিরোইনের মতো নয় উল্টে একেবারে ভিলেনের মতো দেখতে।