বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল।তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখলে নিমেষের মধ্যেই মন ভালো হয়ে যায় দর্শকদের। দর্শকমহলে বিপুল জনপ্রিয় স্টার জলসার এমনই একটি নতুন সিরিয়াল ‘আয় তবে সহচরী'(Aye Tobe Sohochori)।
এক নতুন মোড়কে মধ্যবয়সী গৃহবধূর স্বপ্ন পূরণের গল্প নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। জীবনের মাঝ বয়সে এসে সহচরীর মতো এক মহিলার উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন নিয়ে তৈরি এই সিরিয়াল। যা আর পাঁচটা সিরিয়ালের মতো সাংসারিক কূটকচালি থেকে একেবারে ভিন্ন স্বাদের গল্প বলে। আর সেই কারণেই খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে এই সিরিয়াল।
সিরিয়ালে সহচরীর ভূমিকায় রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) অন্যদিকে বরফি ওরফে ধিঙ্গির ভূমিকায় অভিনয় করছেন অরুণিমা হালদার (Arunima Halder)। সিরিয়ালের প্লট অনুযায়ী ধিঙ্গী আর তার সই একই কলেজে একই ক্লাসের ছাত্রী। বয়সের ব্যাবধান ঘুচিয়ে একে অপরের প্রিয় বন্ধু তারা।
ইতিমধ্যেই ঘটনাচক্রে সই অর্থাৎ সহচরীর ছেলের সাথে বিয়ে করেই তার বাড়ির বৌ হয়ে এসেছে ধিঙ্গি।আর তারপর থেকেই সবাইকে রীতিমতো বাঁদর নাচ নাচাচ্ছে সে। আর ধিঙ্গির প্রতি সইয়ের এই ভালোবাসা দেখে রীতিমতো রাগে গা জ্বলে যাচ্ছে বাড়ির সদস্যদের। তাই একই সাথে এবার ধিঙ্গি আর সই কে জব্দ করার নতুন ফন্দি এঁটেছে সবাই।
ইতিমধ্যেই চ্যানেলের তরফে দেখানো হচ্ছে একটি নতুন প্রমো। সেখানে দেখা যাচ্ছে শুধু মাত্র সইকে জব্দ করতে সকলের ইচ্ছা তেই বাড়িতে এসে উপস্থিত হয়েছে দেবিনা। তাকে বরণও করছে সবাই। আর তাকে দেখেই অজ্ঞান হওয়ার জোগাড় হয় সহচরী। আসলে এই দেবিনা হল সেই মহিলা যার সাথে সহচরীর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।