• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনেতা হোক বা খেলোয়াড় সবেতেই আছে! ঘরের ভেতর ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে ছোট্ট ইউভান

Published on:

Yuvaan playing football in house viral video,Yuvaan,Yuvaan Playing Foofball,Subhashree,Raj Chakraborty,ইউভান,শুভশ্রী,রাজ চক্রবর্তী,ইউভানের ফুটবল খেলার ভিডিও

টলিউডের খুদে সেলেব্রিটিদের মধ্যে প্রথমেই যার নাম আসে সে হল রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী (subhashree) পুত্র ইউভান (yuvaan)। মা বাবা দিদার সাথে খেলা আর দুস্টুমির মধ্যে দিয়েই বড় হচ্ছে ইউভান। আর সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তাও দিনে দিনে বেড়েই চলেছে। একথাই ভবিষ্যতের সুপারস্টার হতে এখন ইহঁতকেই প্রস্তুতি নিচ্ছে ছোট্ট ইউভান।

কখনো মা শুভশ্রীর সাথে খুনসুটি, কখনো খেলা তো কখনো বাবা রাজ চক্রবর্তীর সাথে দুচাকা থেকে চার চাকা গাড়ি চাপা সব মিলিয়ে বড় হয়ে উঠছে রাজপুত্র। তারপর খুদে সেলেব্রিটি বলে কথা, তাই ইউভানের ভিডিও বা ছবি ভাইরাল হয়ে যায়  নিমেষের মধ্যেই। আসলে খেলার মধ্যে দিয়েই নতুন নতুন জিনিস শিখছে ছোট্ট ইউভান। যেগুলো বেশ আনন্দিত আর উৎসাহিত করে তুলছে।

Yuvaan Dancing

সম্প্রতি বাবা রাজ চক্রবর্তী ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ঘরের মধ্যেই দিব্যি ফুটবল খেলতে দেখতে পাওয়া যাচ্ছে ইউভানকে। ছোট্ট একটা বল নিয়ে ঘরের মধ্যে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে ছোট্ট ইউভান। বাড়িটাই যেন তাঁর কাছে হয়ে উঠেছে খেলার মাঠ। ভিডিওতে ইউভানের  খেলার মাঠ অর্থাৎ বাড়িতে দেখা মা শুভশ্রী ও দিদা সহ আরো কয়েকজন অতিথিদেরকে।

সবার সাথেই একে একে ফুটবল নিয়ে খেলায় মেতে উঠেছে ইউভান। ভিডিওটি শেয়ার হবার পর থেকে ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে পড়েছে। পছন্দের খুদে সেলেব্রিটিকে দেখে অনেকেই আদরে ভড়িয়েছেন কমেন্ট বক্স। অবশ্য এই প্রথম নয় এর আগেও আবাসনের ছোট্ট মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছিল ইউভান। খোলা আকাশের নিচে ফুটবল খেলার ভিডিও শেয়ার করেছিলেন রাজ চক্রবর্তী। সেই ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল।

Yuvaan playing football in house viral video,Yuvaan,Yuvaan Playing Foofball,Subhashree,Raj Chakraborty,ইউভান,শুভশ্রী,রাজ চক্রবর্তী,ইউভানের ফুটবল খেলার ভিডিও

প্রসঙ্গত, শুধু খেলাধুলাই নয় কিছুদিন আগেই বাবার সাথে রীতিমত শরীরচর্চায় মেতে উঠতে দেখা গিয়েছি ইউভানকে। খাটের বাটাম ধরেই উঠা নামার খেলায় মেতেছে সে, খেলার চলেই হচ্ছে শরীরচর্চা। অবশ্য এক নয় সাথে রয়েছে হেল্পিং হ্যান্ড বাবা রাজ চক্রবর্তীও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥