• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমার প্রেম গড়িয়েছে বাস্তবে! বিয়ের জল্পনার মাঝে লুকিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়লেন সিদ্ধার্থ কিয়ারা

Published on:

Sidharth Malhotra,সিদ্ধার্থ মালহোত্রা,Kiara Advani,কিয়ারা আডবাণী,Shershah,শেরশাহ,Vacation,ভ্যাকেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

শীত পড়তেই বিটাউনে পড়েছে বিয়ের ধুম। একের পর এক বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সেলিব্রেটি কাপলরা। ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) থেকে শুরু করে অতি সম্প্রতি টেলিভিশন জগতের পরিচিত মুখ তথা মহাদেব অভিনেতা মোহিত রানা বিয়ে করে তাক লাগিয়েছেন অনেক সেলিব্রেটিই।

এসবের মধ্যেই বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) প্রেমের গুঞ্জন। গত বছরের সুপারহিট সিনেমা শেরশাহ সিনেমায় একসাথে জুটি বেঁধেছিলেন তারা। সেই থেকেই তাদের মধ্যে দানা বাঁধতে থাকে সম্পর্ক। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি তাদের দুজনের কেউই।

Sidharth Malhotra,সিদ্ধার্থ মালহোত্রা,Kiara Advani,কিয়ারা আডবাণী,Shershah,শেরশাহ,Vacation,ভ্যাকেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া
সম্পর্ক নিয়ে মুখে কুলুপ আঁটলেও ‘জাস্ট ফ্রেন্ডস’ এই কাপল অবশ্য মাঝেমধ্যেই ভ্যাকেশনে বেরিয়ে পড়েন একসাথে। সদ্য শুরু হয়েছে নতুন বছর ২০২২। আর নতুন বছরের শুরুতেই অল্প সময়ের ব্যবধানে তাদের দু’জনকেই দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। আর দুজনেই ম্যাচিং করে টি-শার্ট পড়েছিলেন।

Sidharth Malhotra,সিদ্ধার্থ মালহোত্রা,Kiara Advani,কিয়ারা আডবাণী,Shershah,শেরশাহ,Vacation,ভ্যাকেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া
আলাদা আলাদা সময়ে এয়ারপোর্টে ঢুকলেও বিষয়টি এড়িয়ে যায়নি পাপারাৎসির ক্যামেরা থেকে। পাপারাৎসির ক্যামেরাবন্দী এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে প্রথমেই দেখা যাচ্ছে সাদা-টি শার্ট, গ্রে কালারের প্যান্ট আর অলিভ জ্যাকেট পরে গাড়ি থেকে এয়ারপোর্টে নামছেন সিদ্ধার্থ।

Sidharth Malhotra,সিদ্ধার্থ মালহোত্রা,Kiara Advani,কিয়ারা আডবাণী,Shershah,শেরশাহ,Vacation,ভ্যাকেশন,Viral Video,ভাইরাল ভিডিও,Social Media,সোশ্যাল মিডিয়া

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ???????? ??? ????? ??? (@sidkiara.world30)

আর তার কিছুক্ষণ পরেই একটি আলাদা গাড়ি থেকে সাদা টি-শার্ট আর হালকা নীল রঙের শর্টস পরে এয়ারপোর্টে ঢুকছেন কিয়ারা। যদিও চুপিসারে কোথায় ঘুরতে যাচ্ছেন সে খবর জানা যায়নি এখনও। তবে তারা যে একসাথেই ছুটি কাটাচ্ছেন তা তাদের দুজনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘাঁটলেই বোঝা যাবে। দুজনেই সিঙ্গেল ছবি দিলেও ছবির ব্যাকগ্রাউন্ড যে একই বুঝতে অসুবিধা হবে না কারও।

 

 

 

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥