বাঙালি সিরিয়ালের (Bengali Serial) জগতে একটাই নাম খান সবার ঘরে ঘরে সেটা হল মিঠাই (Mithai)। সিরিয়ালের জনপ্রিয়তা যে সবার ওপরে সেটা বলার অপেক্ষা রাখে না। দর্শকরা রীতিমত উদগ্রীব হয়ে অপেক্ষায় থাকেন মিঠাইয়ের নতুন পর্বের জন্য। বর্তমানে সিরিয়ালের তোর্সাকে সাঁড়াশি নিয়ে তাড়া করার জন্য শাস্তি পাচ্ছে মিঠাই। কিন্তু নিপার বিপদ জানতে পেরেই কোনো কথা না ভেবে ঝাঁপিয়ে পড়েছে সে।
সিরিয়ালের আগামী পর্বের টুকরো কিছু মুহূর্ত পর্বের শেষে দেখানো হয়। সম্প্রতি সিরিয়ালের নতুন একটি প্রমো ভিডিও মত দেখানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নিপাকে খুঁজতে খুঁজতে হোটেলে উপস্থিত হয় মিঠাই ও সিদ্ধার্থ। এরপর সেখানে গিয়ে দেখে পাগলামির জেরে নিপা অপরাধীর হাতে ধরা পরে যায়।
আসলে রুদ্র ও ধারা দুজনে মিলে একটা দাগী আসামিকে ধরার জন্য সেদিন ছদ্মবেশ নিয়ে রেস্টুরেন্টে হাজির হয়েছিল। কিন্তু সেখানে আসল ক্রিমিনালকে না ধরে ভুল লোকের সামনে খেলনার বন্ধুকে নিয়ে হাজির নিপা। এই দেখে আসল ক্রিমিনাল বুঝতে পেরে গিয়ে নিপাকে ধরে নেয়। সেই সময়েই মিঠাই নিপাকে বাঁচাতে ঝাঁপিয়ে পরে।
https://youtu.be/gBDaCj8_chU
নিপাকে বাঁচাতে সক্ষম হয় মিঠাই কিন্তু এই কান্ড ঘটাতে গিয়ে মিঠাই নিজেই গুলিবিদ্ধ হয়ে পরে। প্রিয় মিঠাইকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে রীতিমত আঁতকে উঠেছেন দর্শকেরা। এমনকি গুলিবিদ্ধ মিঠাইকে দেখে সিদ্ধার্থ নিজেও কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু এটুকু দেখিয়েই শেষ হয়েছে প্রমো ভিডিওটি। তাই দর্শকদের মনে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
মিঠাইয়ের জন্য সিরিয়ালের জনপ্রিয়তা তুঙ্গে। সেখানে মোদক পরিবারের প্রাণ ভ্রমরার এতবড় ক্ষতি চিন্তিত করে তুলেছে দর্শকদেরকেও। বলার অপেক্ষা রাখে না প্রিয় মিঠাইয়ের কি হল সেটা জানার জন্য এবার রীতিমত উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। হয়তো আগামী কালের পর্বেই দেখানো হয়ে প্রোমোতে দেখানো দৃশ্য। কি হবে সকলের প্রিয় মিঠাইরানীর? সেটা জানতে হলে আপাতত অপেক্ষা করতে হবে আগামী পর্বের।