• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বুড়ো বয়সের ন্যাকামি দেখতে চাই না’! দিদি নং ১ এ রচনার পরিবর্তে সুদীপকে দেখতে নারাজ দর্শকেরা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান (Didi No 1)’। শোতে সঞ্চালিকা হিসাবে দেখা যায় রচনা ব্যানার্জীকে (Rachana Banerjee)। বিগত কয়েক দশক ধরে এই সঞ্চালনার দায়িত্ব সামলে আসছেন অভিনেত্রী। একপ্রকার দিদি নং ১ এমনেই রচনা ব্যানার্জী এই ধারণা মানুষের মনে গেঁথে গিয়েছে। তবে সম্প্রতি দিদি নং ১ এর সঞ্চালনার দায়িত্ব বদলেছে। এখন থেকে জি বাংলার রান্নাঘর সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জি (Sudipa Chatterjee) ও অভিনেতা সৌরভ দাসকে (Sourav Das) দেখা যাবে কিছুদিনের জন্য।

এর পিছনে কারণ হল সম্প্রতি রচনা ব্যানার্জীর বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জী প্রয়াত হয়েছেন। গত ১৬ই নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা। বাবাকে হারিয়ে শোকের চেয়ে নেমে এসেছে অভিনেত্রীর পরিবারে। তাই আপাতত কিছুদিনের জন্য দিদি নং ১ এর সঞ্চালনার থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন তিনি।

   

Didi No 1,Rachana Banerjee,Sudipa Chatterjee,Sourav Das,রচনা ব্যানার্জী,দিদি নং ১,দিদি নাম্বার ওয়ান,সুদীপা চ্যাটার্জী,সৌরভ দ্শ,Didi No 1 anchor changed Rachana Banerjee to Sudipa Chatterjee & Sourav Saha

কিন্তু নতুন সঞ্চালক ও সঞ্চালিকাদের মোটেও পছন্দ হয়নি বেশ কিছু দর্শকদের। তাদের মতে দিদি নং ১ এর সঞ্চালিকা হিসাবে রচনা বানের্জীকেই দেখতে চাই। রচনা ব্যানার্জী ছাড়া কাউকেই দিদি নং ১ এ মানায় না। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে নতুন সঞ্চালক সঞ্চালিকাদের নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওর কমেন্ট বক্সেই নেটিজেনরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

এক নেটিজেনদের মতে, ‘সুদিপার বুড়ো বয়সে ন্যাকামি দেখার চেয়ে যতদিন না রচনা ব্যানার্জী আসছেন ততদিন এই শো বন্ধ থাকুক’। আরেক নেটিজেনদের মতে, ‘সুদিপাকে চাই না। সুদিপা রাঁধুনি ওটাই মানায়, সঞ্চালনা মানায় না’। আবার আরেকজনের মতে, ‘সঞ্চালিকা পরিবর্তন হয়েছে, দিদি নং ১ চললে হয়’। এমন অজস্র মন্তব্যে দেখা গিয়েছে কমেন্ট বক্সে।

Didi No 1,Rachana Banerjee,Sudipa Chatterjee,Sourav Das,রচনা ব্যানার্জী,দিদি নং ১,দিদি নাম্বার ওয়ান,সুদীপা চ্যাটার্জী,সৌরভ দ্শ,Didi No 1 anchor changed Rachana Banerjee to Sudipa Chatterjee & Sourav Saha

প্রসঙ্গত, বাবা মারা যাবার পর বাবার একটি ছবি শেয়ার করে ফেসবুক পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘ ভাবিনি একদিন একা হয়ে যাবো। ভাবিনি তুমি চলে যাবে এখনও অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি। থাকবো…. থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি’।

site