সপ্তাহের বৃহস্পতিবার মানেই দুরু দুরু বুকে টিআরপি লিস্টের (TRP List) অপেক্ষা। পছন্দের সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে সেরা হল কিনা সেটা জানার জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা। এদিকে গত সপ্তাহে দর্শকদের চিন্তা খানিকটা বেড়ে গিয়েছিল কারণ দীপাবলি উপলক্ষে টিআরপি লিস্ট বেরোতে দেরি হয়েছে। তবে এসপ্তাহে একেবারে দিনের দিন অর্থাৎ আজ টিআরপি লিস্ট বেরিয়ে গিয়েছে।
বিগত কয়েকমাস যাবৎ সবাইকে টেক্কা দিয়ে একেবারে রাজত্ব করে চলেছে মিঠাই সিরিয়াল (Mithai Serial)। এবারের টিআরপি লিস্টেও তার কোনো পরিবর্তন চোখে পড়ল না। সবাইকে টেক্কা দিয়ে আবারো বাংলার সেরা মিঠাই। এসপ্তাহে ১০.২ পয়েন্ট পেয়ে প্রথম স্থানেই রয়েছে সিরিয়ালটি। অন্যদিকে যমুনা ঢাকি কোমর কষেছে, এসপ্তাহে ৮.৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে সে। আর তৃতীয় স্থানে উঠে এসেছে উমা, এসপ্তাহে ৭.৯ পয়েন্ট পেয়েছে সে।
অবশ্য প্রথম দিনে আরও একজন রয়েছে, ৭.৯ পয়েন্ট নিয়ে সর্বজয়া এবারে তৃতীয় স্থানে রয়েছে। কিন্তু ষ্টার জলসার একসময়ের টপার খড়কুটো সিরিয়ালকে এবারের তালিকায় প্রথম দশেও দেখা যায়নি। বরং নতুন শুরু হওয়া খুকুমণি হোম ডেলিভারি ৭.৫ পয়েন্টে চতুর্থ স্থানে উঠে এসেছে সে। দর্শকদের বহুদিনের ক্ষোভ রয়েছে ‘খড়কুটো’ সিরিয়ালের প্রতি। তাদের মত গল্পে গাঁজাখুরি দেওয়া হচ্ছে বারবার। এবার হয়তো তারই প্রতিফলন দেখা গেল টিআরপি লিস্টে। এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের সম্পূর্ণ টিআরপি লিস্ট।
মিঠাই – ১০.২
যমুনা ঢাকি – ৮.৪
উমা, সর্বজয়া – ৭.৯
খুকুমণি হোম ডেলিভারি – ৭.৫
অপরাজিতা অপু – ৭.৪
করুণাময়ী রাণী রাসমণি – ৭.০
শ্রীময়ী, মন ফাগুন – ৬.৬
আমাদের এই পথ যদি না শেষ হয় – ৬.৫
খেলাঘর – ৬.৩
ধূলোকণা , কড়ি খেলা – ৬.২
সিরিয়ালের পর রিয়্যালিটি শো এর প্রসঙ্গে এলে দেখা যাচ্ছে ‘দাদাগিরি’ এর টিআরপি রয়েছে সবচাইতে বেশি। এসপ্তাহে ৭.৩ পয়েন্ট পেয়েছে দাদাগিরি। অন্যদিকে ডান্স বাংলা ডান্স পেয়েছে ৫.৮ পয়েন্ট। আর সুপার সিঙ্গারের টিআরপি সবচাইতে খারাপ মাত্র ৩.৭ পয়েন্ট!