• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জুন আন্টির খোলস ছেড়ে রবি ঠাকুরের বিনোদিনী! সাদা জামদানিতে ঊষসীর রূপের আগুনে জ্বলছে নেটপাড়া

Published on:

Ushashie Chakraborty,June aunty

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’। এই সিরিয়ালে জুন আন্টি তথা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushashee Chakraborty) রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন। টেলিভিশনের পর্দায় খল নায়িকা জুন আন্টি’র চরিত্রে ঊষসীর অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। বয়স তিরিশের কোটা পেরোলেও মন থেকে এখনও অষ্টাদশী।

তাই চরিত্রের প্রয়োজনে কখনও হুড়িয়ে ফুটবল খেলেছেন, আবার কখনও হট লুকে উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেইসাথে নিজেকে ফিট রাখতে নিয়মিত করেন শরীরচর্চা। শত ব্যস্ততার মধ্যেও দিনে কিছুটা সময় হলেও শরীরচর্চার জন্য বরাদ্দ রাখেন ঊষসী। তিনি যে কতটা ফিটনেস ফ্রিক তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই নজরে আসবে হামেশাই।

Ushasie Chakraborty ঊষসী চক্রবর্তী

অভিনয়,শরীরচর্চা সবদিক সামলে ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়তেও নিয়ম করে অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। জুন আন্টির খোলস ছেড়ে মাঝে মধ্যেই নিত্য নতুন হট লুকে উষ্ণতা ছড়ান নেটপাড়ায়। তার সেই হট লুক দেখে রীতিমতো ঘাম ছুটতে থাকে নেটিজেনদের। এদিন ফের একবার সাদা জামদানিতে সাবেকি বাঙালি সাজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ঊষসী।

ঊষসী চক্রবর্তী,Ushashee Chakraborty,শ্রীময়ী,Shreemoye,জুন আন্টি,June Aunty,সোশ্যাল মিডিয়া,Social Media,বিনোদিনী,Binodini

 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই ফটোতে ধরা পড়েছে লাস্যময়ী ঊষসীর যৌন আবেদন। সাদা জামদানিতে অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। কাঁধের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘন কালো চুল। কাজল পরা মায়াবী দু’চোখ আর নাকে পাথরের চিলতে নথ। যা দেখে চোখের সামনে ভাসছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির বিনোদিনী চরিত্র। এই ছবির ক্যাপশনে ঊষসী লিখেছেন ‘তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাসায়।’

ঊষসী চক্রবর্তী,Ushashee Chakraborty,শ্রীময়ী,Shreemoye,জুন আন্টি,June Aunty,সোশ্যাল মিডিয়া,Social Media,বিনোদিনী,Binodini

প্রসঙ্গত সম্প্রতি শ্রীময়ী সিরিয়ালের মেক রুমে পর্দার স্বামী ‘অনিন্দ্য’ ওরফে সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে রোম্যান্টিক হিন্দি গানের তালে নাচতে নাচতে চূড়ান্ত ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। এপ্রসঙ্গে মজার ছলে অভিনেত্রী বলেন ‘ওটা পুরোটাই পর্দাসুলভ। পর্দায় যা সর্বনাশ হওয়ার, জুন আন্টির হয়ে গিয়েছে। বাস্তবের ঊষসী চাইছে, এ রকমই সর্বনাশ হোক তার! তারই পথ চেয়ে বসে আছি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥