• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কম্পিউটার চালাতেই জানে না সর্বজয়া!স্বামী অসুস্থ থাকায় অফিসে এসে হেনস্থার মুখে পড়তে হল তাকে

Published on:

Sarbajoya,

বাঙালির বিনোদনের ডেলি ডোজ হল মেগা সিরিয়াল। সেই কবে থেকে মানুষের রোজকার জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে বাংলা ধারাবাহিক। কর্মব্যস্ত জীবন থেকে পাওয়া ক্ষণিকের অবসর সময়ে স্ট্রেস বাস্টারের কাজ করে এই ধারাবাহিক গুলি। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখতে না পেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের।

কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের (Deboshree Roy) সিরিয়াল ‘সর্বজয়া’(Sarbajaya)। দীর্ঘ দশ বছর পর অভিনয় জগতে কামব্যাক করেছেন দেবশ্রী। আর একেবারে শুরু থেকেই বাজিমাত করছেন তিনি। নতুন ধারাবাহিক হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে সাপ্তাহিক টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে ঘোরাফেরা করেছে সর্বজয়া।

Sarbojaya,সর্বজয়া,Sanjay,সঞ্জয়,Computer,কম্পিউটার,Tech savvy,টেক স্যাভি,Harassment,হেনস্থা

উল্লেখ্য শুরু থেকেই অভিনেত্রী দেবশ্রী রায়ের অভিনয় যেমন প্রশংসা পেয়েছে তেমনই সিরিয়ালের একাধিক এপিসোডে দেখানো ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। ইতিপূর্বে একাধিকবার নানা দৃশ্য দেখে কটাক্ষের মুখে পড়েছে এই ধারাবাহিক। কিছুদিন আগেই দুর্গাপুজোকে কেন্দ্র করে সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট।

Sarbojaya,সর্বজয়া,Sanjay,সঞ্জয়,Computer,কম্পিউটার,Tech savvy,টেক স্যাভি,Harassment,হেনস্থা

যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় দুর্গাপূজো উপলক্ষে নাচে মেতে উঠেছে নায়িকা সর্বজয়া। তখনই আচমকাই ওপর থেকে ভেঙে পড়ে বড় এক ঝাড়বাতি। আর সেসময় স্ত্রী জয়াকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর স্বামী সঞ্জয়।এই দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে এখন অসুস্থ শহরের অন্যতম বড় এই শিল্পপতি।

এসবের মধ্যেই চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে একটি নতুন ভিডিও। সেখানে দেখা যাচ্ছে স্বামী সঞ্জয় অসুস্থ থাকায় অফিস এসেছেন সর্বজয়া। আর অফিসে গিয়ে মিটিং বসে জয়া। কিন্তু আজকালকার মতো ল্যাপটপ কম্পিউটারে টেকস্যাভি নয় সে। আর এই বিষয়টা নিয়েই অফিস ভর্তি লোকের সামনে তাকে নিয়ে মস্করা করতে শুরু করে তার দেওর। এই ভিডিও দেখে নেটিজেনদের কটাক্ষ ‘কম্পিউটার কোর্সে ভর্তি হবে। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥