• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রশ্নের মুখে রামকৃষ্ণ! মাতৃভাবে শাড়ি পড়ায় ক্ষুন্ন হচ্ছে সন্মান,পাল্টা জবাব ছোট ঠাকুরের

Updated on:

Ramkrishna, matrirupe, Rashmoni

সিরিয়াল প্রেমী দর্শকদের মধ্যে দিনে দিনে বাড়ছে ধর্মীয় সিরিয়ালের চাহিদা। দর্শকদের পছন্দের এমনই একটি মেগা সিরিয়াল হল জি বাংলার করুণাময়ী রানি রাসমণি'(Karunamoyi Rani Rashmoni)।রাণিমার মৃত্যুর পর ইতিমধ্যেই শুরু হয়েছে ‘রাসমণি উত্তর পর্ব’। এই পর্বে রানিমার মৃত্যুর পর প্রয়াত হয়েছেন সকলের প্রিয় মথুরবাবুও।সেইসাথে সিরিয়ালে আগমন ঘটেছে একাধিক নতুন চরিত্রের।

রাসমণি উত্তর পর্বে সিরিয়ালে পূর্ণ বয়স্কা মা সারদার আগমন ঘটেছে। সিরিয়ালের নতুন চরিত্রদের মধ্যে অন্যতম হলেন ঈশ্বরের বরপুত্র রামলালা নামের ছোটো এক বালক। সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে এই রামলালাকে দেখা মাত্রই ছোটো ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণের মধ্যে জেগেছে মাতৃভাব। আর তাই মাতৃভাব উপলব্ধি করার সাধ জাগে তাঁর মধ্যে।

করুণাময়ী রানি রাসমণি,Karunamoyi Rani Rashmoni,রামকৃষ্ণ,Ramkrishna,মাতৃভাব,Matrivab,জেরা,Question

অল্প কয়েকদিনের মধ্যেই রামলালাকে দেখা মাত্রই তাঁর প্রতি সন্তান স্নেহ অনুভব করেন গদাধর। তাই মা ভবতারিণীর আশীর্বাদে রামকৃষ্ণ অর্থাৎ গদাধরের মধ্যেও জেগে উঠেছে নারীরূপী মাতৃভাব। আর সেই কারণেই সকলের প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েই শাড়ি পরে মাতৃরূপে সেজেছিলেন রামকৃষ্ণ।

Ramkrishna, matrirupe, Rashmoni

তাই কিছুদিন ধরেই মাতৃরূপে লাল পাড় সাদা শাড়ি,কপালে লাল টিপ আর মাথায় ঘোমটা টেনে মায়ের বেশ ধরেছিলেন রামকৃষ্ণ।সম্প্রতি চ্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে রামকৃষ্ণের শাড়ি পরে মাতৃরূপে ঘুরে বেড়ানোর খবর পেয়ে তাকে জেরা করতে ছুটে এসেছেন হারান ঠাকুরের মতো একাধিক জ্ঞানী,গুণী পন্ডিত ব্যক্তিবর্গ।

তাঁদের সঙ্গে করে নিয়ে এসেছেন জমিদার নগেন চৌধুরী। এরপর একে একে সকলের নানা প্রশ্ন বাণে জর্জরিত করে তোলা হয় রামকৃষ্ণকে। কিন্তু বরাবরের মতো হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিয়ে মুখ করে দেয় রামকৃষ্ণ নিজেই। আর সকলে তার কথার আসল মানে ধরতে না পেরে সবটাই অনাচার বলে অভিযোগ করতে শুরু করে দেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥