• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাপের লেজে পা ছোবল তো খেতেই হবে! ড্রাগ কেসের হিরো সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ২৬ টি অভিযোগ এনসিপি নেতার

এই মুহূর্তে বলিউড উত্তাল শাহরুখ পুত্র আরিয়ান খানের (Aryan khan) মাদক মামলা নিয়ে। এবার এই মামলাতাই এলো নয়া মোড় , এনসিপি নেতা নবাব মালিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন। তিনি এনসিবি কর্মকর্তার একটি চিঠি শেয়ার করেছেন, যাতে সমীর ওয়াংখেড়ে এবং তার দলের বিরুদ্ধে ২৬ টি অভিযোগ করা হয়েছে। চিঠিতে দাবি করা হয়েছে যে সমীর ওয়াংখেড়ে এবং তার দল তল্লাশির সময় অভিযুক্তদের বাড়িতে মাদক রেখে মিথ্যা মামলা করেছে।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা নবাব মালিক মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সমীর ওয়াংখেড়ের জন্ম শংসাপত্রকে জাল বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে তিনি জাল শংসাপত্র তৈরি করে সরকারি চাকরি পেয়েছেন। নবাব মালিক বলেন, ” আমি যে সব সার্টিফিকেট শেয়ার করেছি তা সঠিক। সমীর ওয়াংখেড়ে বা তার বাবা যদি মনে করেন এটা জাল, তাহলে আসল সার্টিফিকেট দেখান।’

   

সমীর ওয়াংখেড়ে,এনসিবি,বলিউড,নবাব মালিক,Sameer Wankhede,Bollywood,shah rukh khan,aryan khan,NCB

এর পাশাপাশি নবাব মালিক টুইট করে একটি চিঠি শেয়ার করেছেন এবং দাবি করেছেন যে এনসিবি-র এক আধিকারিক তাঁকে এই চিঠি পাঠিয়েছেন। চিঠিটি ভাগ করে নবাব মালিক বলেছেন যে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, আমি এই চিঠিটি ডিজি নার্কোটিক্সের কাছে প্রেরণ করছি এবং তাকে সমীর ওয়াংখেড়ের তদন্তে এই চিঠিটি অন্তর্ভুক্ত করার অনুরোধ করছি।

নওয়াব মালিক অভিযোগ করেছেন যে সমীর ওয়াংখেড়ে জাল শংসাপত্রের ভিত্তিতে চাকরি পেয়েছেন এবং কোনও দলিতের অধিকার কেড়ে নিয়েছেন। আমরা সেই দলিতকে তার অধিকার দেব। সংবাদ সম্মেলনে নবাব মালিক বলেন, ‘ভুয়া দলিল তৈরি করে সিডিউল কাস্টের কোটায় কোনো ব্যক্তি চাকরি পেলে গরীব মানুষের অধিকার হরণ করা হচ্ছে, এই লড়াইয়ে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘মুম্বাইয়ে অনলাইনে যেকোনো ব্যক্তির জন্ম শংসাপত্র খোঁজা যাবে। সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিনের জন্ম শংসাপত্র অনলাইনে পাওয়া গেলেও সমীর ওয়াংখেড়ের নেই৷ আমরা অনেক খোঁজাখুঁজি করেও এই সার্টিফিকেট খুঁজে পাইনি। বিষয়টি শিডিউল কাস্ট সার্টিফিকেট বৈধতা কমিটি দ্বারা তদন্ত করা উচিত। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে এনসিবিতে পুনরুদ্ধার হয়েছে। মালদ্বীপেও পুনরুদ্ধার হয়েছে। অর্জিত হয়েছে বিপুল পরিমাণ অর্থ।

site