• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছেলের সামনে এই পোশাক ঠিক নয়! বিকিনি পরে শুভশ্রীর নাচ শেয়ার করতেই ধেয়ে এল নিন্দার তীর

Published on:

Subhashree Ganguly, Yuvaan, Raj Chakraborty

সদ্য একবছর পূর্ণ করেছে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় স্টার কিড ইউভান। ইতিমধ্যেই কিছুদিন আগেই বাবা মা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির সাথে মালদ্বীপ সফর সেরে এসেছে সে। আর তারপরেই দুর্গাপুজোয় অষ্টমীর দিন মায়ের হাত ধরে ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিল ইউভান। সোশ্যাল মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

অষ্টমীর দিন একেবারে বাঙালি বাবুর সাথে মা শুভশ্রীর হাত ধরে ঢাকের বোল তুলেছিলেন ইউভান। সেই ভিডিও দেখে দারুন মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। উল্লেখ্য ছেলে ইউভানের জন্মের পর থেকেই তাঁকে ঘিরেই তৈরি হয়েছে মা শুভশ্রী এবং রাজ চক্রবর্তীর জগৎ। মাঝে মধ্যেই ইউভানের সাথে কাটানো নানান মুহুর্তের ছবি এবং ভিডিও শেয়ার করে থাকেন তাঁরা।

Subhashree Ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,Maldives,মালদ্বীপ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

তাই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার দিক দিয়ে এই বয়সেই মা-বাবাকেও টপকে যাচ্ছে ইউভান। সদ্য মালদ্বীপ সফরে গিয়ে চুটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নানান মুহুর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী। যদিও সেই সফরের রেশ কাটেনি এখনও।

Subhashree Ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,Maldives,মালদ্বীপ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

 

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সফরের নানান ছবি এবং ভিডিও শেয়ার করছেন ইউভানের বাবা মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রী শুভশ্রীর সাথে ছেলে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানে দেখা যাচ্ছে মলদ্বীপের সমুদ্রের ধারের রিসোর্টে মা শুভশ্রীর সঙ্গে ইংরেজি গানে জমিয়ে নাচছে ইউভান।

Subhashree Ganguly,শুভশ্রী গাঙ্গুলি,Raj Chakraborty,রাজ চক্রবর্তী,Maldives,মালদ্বীপ,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

 

এই ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রীর পরনে রয়েছে বিকিনি আর সাদা রঙের শ্রাগ। বিষয়টি নজর এড়িয়ে যায়নি নেটিজেনদের। তাই ভিডিওটি দেখা মাত্রই কটাক্ষ করে একজন লিখেছেন ‘ছেলের সামনে এই পোশাকে নাচা উচিত নয়’। এই মন্তব্যে পাল্টার জবাবে অনেকেই তাকে সমর্থনও করেছেন। তবে শুধু বিদ্রুপ নয় এই মিষ্টি ভিডিও দেখে প্রশংসাও করেছেন অনেকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥