বাঙালি দর্শকদের মধ্যে সিরিয়ালের জনপ্রিয় রয়েছে বেশ। তবে কোন সিরিয়াল সবচাইতে বেশি জনপ্রিয় হবে সেই নিয়ে প্রতিদ্বন্ধিতা রয়েছেই। যদিও বিগত বেশ কয়েকমাস ধরে বোঝাই যাচ্ছে মিঠাই (Mithai) সিরিয়ালের জনপ্রিয়তাকে টেক্কা দেওয়া বেশ কঠিন। প্রতি সপ্তাহে টিআরপি রিপোর্ট (TRP List) অন্তত তাই বলে।
সপ্তাহের বৃহস্পতিবার কোন সিরিয়াল জনপ্রিয়তার জলনিরিখে কত পয়েন্ট পেল সেই হিসাবে বের হাই টিআরপি তালিকা। সেখানে বরাবরই প্রথম স্থানে থেকে মিঠাইরানী। এবার প্রকাশিত হয়ছে এ সপ্তাহের TRP তালিকা। প্রতিবারের মত এবারও সেরা সিরিয়ালের মুকুট রয়ে গিয়েছে মিঠাইয়ের কাছেই।
যদিও এসপ্তাহের তালিকায় চমকে দিয়েছে যমুনা ঢাকি সিরিয়ালটি। বাকি সমস্ত সিরিয়ালের পিছনে ফেলে সোজা মিঠাইকে টেক্কা দিতে প্রস্তুত হয়ছে সে।এসপ্তাহে লিস্টে দ্বিতীয়স্থানে নাম রয়েছে যমুনা ঢাকি সিরিয়ালের। আর তৃতীয় স্থানে রয়েছে কিছুদিন আগে চালু হওয়া সিরিয়াল উমা। চলুন এবার দেখে নেওয়া যাক এসপ্তাহের TRP তালিকা।
মিঠাই– ৯.৬
যমুনা ঢাকি– ৮.১
উমা– ৭.৪
রানি রাসমণি– ৭.৩
অপরাজিতা অপু– ৭.২
সর্বজয়া– ৬.৫
ধুলোকণা– ৬.২
মন ফাগুন– ৬.১
খড়কুটো– ৫.৯
কৃষ্ণকলি– ৫.৭
প্রসঙ্গত, প্রায় প্রতিটা সিরিয়ালের বর্তমানে পুজো স্পেশাল পর্ব চলছে। মোদক পরিবার থেকে শুরু করে জমিদার বাড়িতেও চলছে দুর্গাপুজোর আয়োজন। মিঠাইয়ের উচ্চাবাবু একদিকে ট্রেকিং বাতিল করে বাড়িতেই রয়ে গিয়েছে। অন্যদিকে যমুনা ঢাকিতে বাড়ির সকলের কাছে মরে গিয়ে অন্য রূপ নিয়ে ফিরেছে যমুনা। তাই এবারের তালিকায় যে যমুনা খানিক বাজিমাত করতে চলেছে সেটা আগে ভাগেই বোঝা গিয়েছিল।