• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অকৃতজ্ঞ ‘মহাগুরু’! কেরিয়ারে ব্যর্থতার কারণ হিসেবে মিঠুন চক্রবর্তীকেই কাঠগড়ায় তুললেন রঞ্জিতা

Published on:

Mithun Chakraborty, Ranjita Kaur

বলিউডে এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা একসময় বিরাট দাপটের সাথে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। হিন্দি সিনেমা জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রঞ্জিতা কউর (Ranjita Kaur)। ঋষি কাপুরের (Rishi Kapoor)বিপরীতে বড় ব্যানারে অভিনয় জগতে অভিষেক হলেও শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে বলিউডে পায়ের তলায় নিজের জমি শক্ত করতে পারেননি অভিনেত্রী।

রঞ্জিতা নিজের দীর্ঘ অভিনয় জীবনে নিজের সময়কার সব নামী নায়কের সঙ্গেই বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন। সেই তালিকায় রয়েছেন রাজেশ খন্না, থেকে শুরু করে সঞ্জীবকুমার, ধর্মেন্দ্র, বিনোদ খন্না, রাজ বব্বর, রাজ কিরণ, দীপক পরাশর, বিনোদ মেহরা, অমল পালেকর এবং অমিতাভ বচ্চন প্রমুখ। তবে জানা যায় রঞ্জিতা নিজের কেরিয়ারে সবচেয়ে বেশিবার জুটি বেঁধেছিলেন মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে।

Ranjita Kaur

জানা যায় মিঠুন-রঞ্জিতা একসঙ্গে মোট এগারোটি ছবিতে অভিনয় করেছিলেন। সেগুলির মধ্যে ‘গুনাহ কে দেবতা’, ‘হম সে বড়কর কৌন’, ‘তকদীর কা বাদশা’, ‘তরানা’, ‘কিসমত’-সহ বেশ কিছু সিনেমা সুপারহিট হয়েছিল। কারণ রঞ্জিতা নিজেই মিঠুনের সঙ্গে কাজ করতে ভালবাসতেন। কারণ হিসাবে তিনি নিজেই জানিয়েছিলেন, ভাল অভিনেতার পাশাপাশি মিঠুন একজন ভাল মানুষও।

Mithun Chakraborty, Ranjita Kaur

জানা যায় মিঠুন এবং রঞ্জিতা একসাথে নিজেদের কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে টিকে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়েন রঞ্জিতা। পরবর্তীতে মিঠুন সুপারস্টার হয়ে গেলেও, রঞ্জিতা কার্যত হারিয়েই যান ইন্ডাস্ট্রি থেকে। তার অন্যতম কারণ হল অভিনয়ের পাশাপাশি মিঠুনের নাচের দক্ষতা। ফলে সব মিলিয়ে বড় পর্দায় মিঠুনের উপস্থিতি হামেশাই নজর কাড়কাড়ে দর্শকদের।

Ranjita Ksur,রঞ্জিতা কউর,Mithun Chakraborty,মিঠুন চক্রবর্তী,Bollywood,বলিউড,Allegations,অভিযোগ

তবে পরবর্তীকালে মিঠুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন রঞ্জিতা। অভিনেত্রীর অভিযোগ , তাঁর কেরিয়ার মুখ থুবড়ে পড়ে মিঠুনের জন্যই। এছাড়া তিনি আরও দাবি করেন সেসময় সুপারহিট নায়িকারা যখন মিঠুনের সঙ্গে অভিনয় করতে চাইতেন না, তখন তিনিই একমাত্র মিঠুনের বিপরীতে স্বচ্ছন্দে কাজ করতেন। আক্ষেপের সুরে রঞ্জিতা জানান সুপারস্টার হয়ে যাওয়ার পরে মিঠুন তাঁকে মনে রাখেননি। এমনকি মিঠুন তাঁর জন্য সুপারিশও করেননি বলে অভিযোগ। যদিও মিঠুন ঘনিষ্ঠদের দাবি এই অভিযোগ মিথ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥