গত বছরের মতো এ বছরও করোনা আবহের মধ্যেই উৎসবপ্রিয় বাঙালি মেতে উঠেছেন দুর্গাপুজোয়। সেলিব্রেটিদের দুর্গাপুজো,বিশেষ করে বনেদি বাড়ির দুর্গা পুজো বলতে প্রথমেই আসে মল্লিক বাড়ির দুর্গাপুজো। তবে মল্লিক বাড়িতে পূজোর আমেজটা এবছর একটু আলাদা। কারণ ঢাকে কাঠি পরার আগেই এবছর মল্লিক বাড়িতে বেজেছে বিয়ের সানাই। পুজোর আগেই বাড়িতে এসেছেন নতুন বউ।
কোয়েল মল্লিকের তুতো ভাই দেবজয় মল্লিক। টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। বর্তমানে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘সর্বজয়া’তে নেগেটিভ চরিত্র মনোশিতের ভূমিকায় অভিনয় করছেন দেবজয়।তবে যতই হোক আদতে তিনি হলেন মল্লিকবাড়ির ছেলে, তাই তাঁর বিয়েতে জাঁকজমক যে জাকজমক হবে, সেটাই স্বাভাবিক। তাই দেবজয়ের বিয়ে উপলক্ষে এদিন মল্লিক বাড়িতে বসেছিল চাঁদের হাট।
সামনেই মুক্তি পেতে চলেছে কোয়েল অভিনীত সিনেমা ‘বনি’। তবে সেসব ব্যস্ততা দূরে সরিয়েই এদিন বাবা, মা এবং স্বামীর সাথে সপরিবারে ভাইয়ের বিয়েতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এদিন ভাইয়ের বিয়ের বিয়ে উপলক্ষে লাল টুকটুকে শাড়ির সাথে মানানসই কালো ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী।
কোয়েল মল্লিকের ভাইয়ের বৌ হলেন টলিউডের সেলিব্রেটি নিউট্রিশনিস্ট রূপশ্রী চক্রবর্তী। তাঁর ক্লায়েন্টদের তালিকায় রয়েছেন টলিউডের বহু সেলেব্রিটি। সম্বন্ধ করে বিয়ে হলেও তাঁদের পাকা দেখা নাকি বহু বছর আগের। মেয়ে কলেজে পড়ার সময় থেকেই নাকি ম্যাট্রিমনি সাইটে দেবজয়কে দেখে জামাই হিসাবে পছন্দ করে রেখেছিলেন রূপশ্রীর বাবা-মা।
বিয়েতে লাল বেনারসি পরে সাবেকি বাঙালি বধূ সেজেছিলেন রূপশ্রী,আর ছিল গা ভর্তি সোনার গয়না। সাত বছর ধরে একে অপরকে চেনেন এই নবদম্পতি। প্রথমে বন্ধু থেকে এখন গাঢ় প্রেমের সম্পর্ক তাঁদের। এদিন দেবজয় -রূপশ্রীর বিয়েতে হাজির ছিলেন সর্বজয়া সিরিয়ালের গোটা টিম। উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়ও।