জয় গোপাল! মিঠাই সিরিয়ালে অবশেষে গোপালের কৃপায় নিজের বিশ্বাস পাল্টেছে দাদুর নাতি। নিজের দায়ীত্বেই তুফান মেলের সিঁথিতে সিঁদুর পরিয়ে তাঁকে মোদক বাড়ির বড় বৌয়ের সম্মানও দিয়েছে সে। ইতিমধ্যেই সিরিয়ালে বহু প্রতীক্ষিত সেই পর্ব দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের। সিঁথি জুড়ে চওড়া সিঁদুর আর লাল শাড়িতে লাল টুকটুকে মিঠাইরানির থেকে চোখ সরাতে পারছেন দর্শকরা।
সিরিয়ালে দুষ্টু,মিষ্টি নায়িকা মিঠাইয়ের ভূমিকায় রয়েছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) আর গোমড়ামুখো সিডের ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)। ধারাবাহিকে প্রথম থেকেই স্বভাবে গম্ভীর সিদ্ধার্থ মনের মধ্যে চলতে থাকা দোটানার কারণে মিঠাইয়ের সঙ্গে তার বিয়ে টাকে মন থেকে মেনে নিতে পারছিল না। তবে প্রতিবারের মতোই শেষ মুহূর্তে গোপাল হেলেপ করে দিয়েছে।
তাই গোপালের ইচ্ছায় রাধা অষ্টমীর দিনেই চার হাত এক হয়েছে মিঠাই সিদ্ধার্থের। বিয়ের পর এখন সিডের নতুন করে সংসার পাততে চলেছে মিঠাই। এতো গেল সিরিয়ালের গল্প। তবে সিরিয়ালের নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষা (Soumitrisha) সোশ্যাল মিডিয়ায় দারুন অ্যাক্টিভ। প্রায় প্রতিদিনই জীবনের নানান মুহুর্তের ছবি হোক কিংবা ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
আজ তেমনই একটি ভিডিও শেয়ার করেছিলেন মিঠাই অভিনেত্রী। যা দেখে বোঝাই যাচ্ছে সময়টা বেশ ভালোই যাচ্ছে মিঠাইরানির। তাই তো সিডের সাথে বিয়ের পরেই এবার তাঁর জীবনে এল লাখ টাকার নতুন অতিথি। তবে এই মূল্যবান অতিথিটি কোনো মানুষ নন। আসলে নতুন আইফোন কিনেছেন সৌমিতৃষা।
View this post on Instagram
এদিন সেই ফোনটাই আনবক্স করার ভিডিও শেয়ার করেছেন সকলের প্রিয় অভিনেত্রী। ক্যাপশনে দেখে জানা গেল মিঠাইরানির জীবনে আসা লাখ টাকার নতুন অতিথি হল আইফোন ১৩ প্রো ম্যাক্স। আর এই ফোন আনবক্স করার শুভ কাজটি করছেন অভিনেত্রীর বাবাই। আর পুজোর আগেই নতুন ফোন পেয়ে যারপরনাই খুশী সকলের প্রিয় মিঠাইরানি