সম্প্রতি জি বাংলার পর্দায় চালু হয়েছে ‘উমা’ (Uma) সিরিয়াল। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন স্বাদ নিয়ে তৈরী হয়েছে সিরিয়ালের কাহিনী। আর সিরিয়ালে মুখ্য ভূমিকায় উমার সাথে দেখা মিলেছে কৃষ্ণকলি সিরিয়ালের নিখিলকে। অর্থাৎ অভিমন্যুর ভূমিকায় রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)।
দুটি সম্পূর্ণ আলাদা চ্যানেলে একেবারেই আলাদা দুটি চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। তাও আবার একদিকে শ্যামার বয়স্ক স্বামীর রচিত্রে আরেক দিকে ইয়াং ক্রিকেটার অভিমন্যু রূপে। সিরিয়ালে শুরু থেকেই নীলের অভিনয় আবারো নজর কেড়েছে দর্শকদের। পাগলামি থেকে রোমান্স সব মিশিয়েই দেখানো হয়েছে অভিমন্যুর চরিত্রটিকে। যেটা দর্শকদেরও বেশ পছন্দ হয়ে উঠেছে অল্প কয়েক দিনেই।
কৃষ্ণকলির দৌলতে আগেভাগেই জনপ্রিয় হয়েছেন নীল। সোশ্যাল মিডিয়াতে রয়েছে লক্ষাধিক অনুগামী। সেখানে বেশ সক্রিয় থাকেন অভিনেতা। মাঝে মধ্যেই রিল ভিডিও শেয়ার করেন সকলের সাথে। কখনো স্ত্রী তৃণা সাহা, তো কখনো কৃষ্ণকলির শ্যামা অভিনেত্রী তিয়াশার সাথে শেয়ার করতেন রিল ভিডিও। এবার সেই তালিকায় জুড়েছে আরো একটা পরিবার, টিম উমা। তাই এবার কৃষ্ণকলিকে ছেড়ে টিম উমার সাথে রিল শেয়ার করলেন নীল।
রিল ভিডিওটিতে দেখা যাচ্ছে উমা সিরিয়ালের মূল নায়িকা উমা ছাড়াও বাকি মহিলাদের সাথে মিলে নাচে মেতে উঠেছেন অভিনেতা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ‘শাট আপ অ্যান্ড বেন্ড’ গানে রিলের ট্রেন্ড এসেছে। সেই ট্রেন্ডের তাল মিলিয়ে নেচে উঠেছেন সকলে। কোমর দুলিয়ে টিম উমার লেডিন্স গাঙ্গের সাথে নাচের ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
View this post on Instagram
প্রসঙ্গত, আগেই বলেছি সদ্যই শুরু হয়েছে উমা সিরিয়ালটি। তবে শুরুতেই বাজিমাত করতে প্রস্তুত উমা। এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেতেই চমকপ্রদ ফলাফল করে দেখিয়েছে উমা। ৮.১ পয়েন্টে TRP লিস্টে তৃতীয় স্থানে রয়েছে উমা। কিছুদিন আগে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’ সিরিয়াল। শুরুতে বেশ ভালোই পারফর্ম করছিল সিরিয়ালটি, তবে বর্তমানে উমা টেক্কা দিয়েছে সর্বজয়াকে।