নিমপাতা (Neem) সকলেই চেনে,একেবারে ছোট থেকে বড় সুকলের কাছেই বেশ পরিচিত নিমগাছ। বহুদিন ধরে মানুষের নানা উপকারে লেগে আসছে এই নিমগাছ। গাছটির আগা থেকে গোড়া সমস্তটাই মানুষের জীবনকে আরো ভালো করে তোলে। রোগ নিরাময় থেকে শুরু করে ত্বকের যত্ন বা চুলের যত্নে নিমপাতা বা নিমগাছের জুড়ি মেলা ভার।
আজ আপনাদের নিমের কিছু উপকারী গুণ সম্পর্কে জানাবো। মুখের দাগ থেকে ঘা যেকোনো ধরণের ত্বকের সমস্ত থেকে চুলের যত্নে নিমপাতা বেশ উপকারী। আজ বংট্রেন্ডের পাতায় আপনাদের জানাবো ত্বক আর চুলের যত্নে কি কি উপকারে লাগতে পারে নিমপাতা।
ত্বকের যত্নে নিমপাতা (Neem For Skincare)
- নিমপাতা বেটে যদি মুখের দাগ, ফোস্কা বা ঘায়ের ওপরে লাগানো যায় তাহলে তার দারুন ফল পাওয়া যায়।
- ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে নিমপাতার সাথে কাঁচা হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারেন। কয়েকদিনেই হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসবে।
- আজকাল অনেকেরই ত্বকের নানা ধরে সমস্যা যেমন দাদ, হাজা চুলকুনি হয়ে থাকে। সেই ক্ষেত্রেও নিমপাতা থেঁতো করে দেওয়া যেতে পারে। এতে উপশম হয়।
- যাদের মুখে বারবার ব্রণ হবার সমস্যা রয়েছে তারা নিমের সাথে গ্রীন টি মিশিয়ে ব্যবহার করতে পারেন, এতে দারুন উপকার পাওয়া যায়।
চুলের যত্নে নিমপাতা (Neem For Hair Care)
- চুলের হাজারো সমস্যার কারণ হতে পারে খুশকি। এই খুশকির সমস্যায় নিমপাতা দারুণ উপকারী। নিমপাতা বেটে বা নিমপাতার রস মাথায় ভাল করে মাখলে উপকার পাওয়া যাবে। এক্ষেত্রে সপ্তাহে অন্তত ২বার ব্যবহার করতে হবে।
- রুক্ষ ও শুষ্ক চুলে রথেকে মুক্তি পেতেও সাহায্য করে নিমপাতা। নিমপাতার রস বের করে তাতে মধু মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করতে পারেন। তাহলেই ফল মিলবে হাতে নাতে।
- অনেকেই চুলে শ্যাম্পু করার পর কান্ডিশনার ব্যবহার করেন, তবে নিমপাতা ভেজানো জল দিয়ে চুল ধুলেও সেটা কন্ডিশনারের মত কাজ করে।
- চুলের আরও একটি খুব কমন সমস্যা হল উকুন। মাথায় উকুন হলে নিমপাতা থেঁতো করে লাগালে অ্যান্টিইনসেক্টইসাইড হিসাবে কাজ করে ও চুলের উকুন গায়েব হয়ে যায়।