• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌনকর্মীরাও সাজবেন নতুন পোশাকে! পুজোর আগে বিশেষ উদ্যোগ নিলেন বাংলার ‘সোনু সুদ’ ভাস্বর চ্যাটার্জি

Published on:

ভাস্বর চ্যাটার্জি,টলিউড,যৌনপল্লী,অভিনেতা,টলিউড অভিনেতা,Bhaswar chatterjee,red light area,durga pujo 2021

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ ভাস্বর চ্যাটার্জি (Bhaswar Chatterjee) । গত এক দশকের বেশি সময় ধরে বাংলা ধারাবাহিকে একাধিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেতা৷ ধারাবাহিকের পাশাপাশি অসংখ্য বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার মানবিক ভাবধারার জন্যেও তিনি বেশ প্রশংসিত হয়েছেন সাড়া বাংলা জুড়েই৷

অতিমারীর সময় থেকেই দুর্গতদের সাহায্যার্থে নানান রকমের উদ্যোগ নিয়েছেন অভিনেতা৷ কখনও দুঃস্থদের খাবার পৌঁছে দেওয়া, তো কখনওবা অসুস্থদের রক্ত, অ্যাম্বুলেন্স, অক্সিজেন জোগাড় করে দেওয়া নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে ফের একবার ‘ভালো কাজ’ করতে চলেছেন অভিনেতা।

ভাস্বর চ্যাটার্জি,টলিউড,যৌনপল্লী,অভিনেতা,টলিউড অভিনেতা,Bhaswar chatterjee,red light area,durga pujo 2021

কলকাতার কালীঘাট, সোনাগাছি একাধিক যৌনপল্লির কর্মীদের জন্য পুজোর সময় উপহারের সম্ভার নিয়ে হাজির হবেন ভাস্বর এবং তার সমাজসেবী সংস্থা। মহালয়ার ঠিক দুদিন আগে অর্থাৎ ৪ অক্টোবর এই মহৎ কাজ করবেন তিনি৷ যেই যৌনকর্মীরা শরীর বেচেই পেট চালায়, এবার তাদেরকেই নতুন বস্ত্র দান করবেন ভাস্বর।

ভাস্বর চ্যাটার্জী Bhaswar Chatterjee

অভিনেতার মায়ের নামে প্রতিষ্ঠিত অপর্ণা ফাউন্ডেশন এবং বাগধারা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মিলিত প্রয়াসে মহালয়ার আগে ২০ জন যৌনকর্মী এবং ১২০ জন শিশুর হাতে তুলে দেওয়া হবে পুজোর উপহার এবং নতুন বস্ত্র। ভাস্বরের কথায়, “আর সব পেশার মতো যৌনকর্মীদের রোজগারও অতিমারীর কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ৷” এর আগে লকডাউনের সময় ভাস্বর চ্যাটার্জি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার, সাবান, খাবার পৌঁছে দিয়েছিলেন যৌনপল্লিতে৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥