• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দলবেঁধেও হেরে গেল মোদক পরিবার! দাদাগিরির মঞ্চে মিঠাইকে হারিয়ে শেষ হাসি হাসলো তোর্সা

Updated on:

Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলী,Dadagiri,দাদাগিরি,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Sid,সিড,Torsha,তোর্সা,Nannda,নন্দা

গোটা মোদক পরিবার সহ তোর্সা দিদিমণিকে সঙ্গে নিয়ে গতকালই দাদাগিরির (Dadagiri)মঞ্চে হাজির হয়েছিল মিঠাইরানি। আর মিঠাই (Mithai) যেখানে সেখানে মিষ্টি মনোহরা আর হাসি ঠাট্টা তো থাকবেই। সেই সাথে উচ্ছে বাবুর মিষ্টি গানের গলা। সবমিলিয়ে হাসি-আড্ডায়,গানে-গল্পে গতকাল অর্থাৎ রবিবারের রাতে দাদাগিরির মঞ্চ মাতিয়ে রেখেছিল গোটা মিঠাই পরিবার।

দাদাগিরির বিশেষ পর্বে গতকাল মঞ্চে পৌঁছেই দাদাকে মনোহরা খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে মিঠাই। তাও একেবারে মিঠাইয়ের ‘ইসটাইলে’। তাছাড়া মিঠাই তো মিঠাই! তার মুখে লাগাম পরাতে হিমশিম খেয়ে যায় খোদ উচ্ছে বাবুও। আর মিঠাই মানেই তো মিষ্টি কথার ফুলঝুরি। তাই দাদাকে শুধু মনোহরা খাইয়েই থেমে থাকেনি সে। এরপরই দাদাগিরির প্রতি নিজের ভালোবাসার কথা ব্যক্ত করতে গিয়ে ভাইরাল গানের লাইন টেনে এনে মিঠাই অর্থাৎ সৌমিতৃষা বলে ওঠেন  ‘দাদাগিরি হচ্ছে বচপন কা পেয়ার।’

Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলী,Dadagiri,দাদাগিরি,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Sid,সিড,Torsha,তোর্সা,Nannda,নন্দা

ব্যাস সকলের প্রিয় মিঠাইয়ের মুখে এমন কথা শুনে সেটের মধ্যেই হেসে গড়িয়ে পড়তে দেখা যায় সিড -তোর্সাসহ মিঠাইয়ের পরিবারের অনান্য সদস্যদের। এদিন দেখা যায় মিঠাইকে থামাতে কোনো উপায় না মেয়ে সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বলছেন ‘এই ওর মাকে ফোন লাগাও তো।’ আর তাতেই হাসির শব্দ দ্বিগুণ বেড়ে যায়। এতদিন মিঠাই ওরফে সৌমিতৃষা,তোর্সা ওরফে তন্বি এবং নন্দা ওরফে কৌশাম্বী প্রত্যেককেই সোশ্যাল মিডিয়ায় পছন্দের রিল ভিডিও করতে দেখা যেত।

Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলী,Dadagiri,দাদাগিরি,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Sid,সিড,Torsha,তোর্সা,Nannda,নন্দা

 

কিন্তু এদিন দেখা গেল তাঁদের আবদারে স্বয়ং মহারাজ অর্থাৎ সৌরভ গাঙ্গুলীও বচপান কা পেয়ার গানে তাঁদের সাথে পা মেলাচ্ছেন।সিরিয়ালের নায়ক সিড অর্থাৎ আদৃত রায়ের অসাধারণ গানের গলা এতদিনে সকলেই শুনেছেন। এদিন পালা ছিল সৌরভ গাঙ্গুলীর। তাই দাদাগিরির মঞ্চে গান ধরলেন উচ্ছেবাবু। সাথে গলা মেলালেন সোম ওরফে অভিনেতা ধ্রুব সরকার। এদিন খেলার শুরুতে মিঠাইরানি ভালো স্কোর করলেও শেষমেশ বাজি উল্টে দেয় তোর্সা ওরফে তন্বী লাহা রায়। এদিন দেখা যায় শেষ পর্যন্ত ৪১ পয়েন্ট পেয়ে বাজিমাত করেছেন তন্বী।

Sourav Ganguly,সৌরভ গাঙ্গুলী,Dadagiri,দাদাগিরি,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিতৃষা কুন্ডু,Sid,সিড,Torsha,তোর্সা,Nannda,নন্দা

অন্য দিকে খেলা শেষে মিঠাই রানির স্কোর ছিল মাইনাস ৩০। অন্যদিকে দাদাগিরির মঞ্চে ট্রফি জেতার আনন্দ সোশ্যাল মিডিয়ায় করে নিয়েছেন অভিনেত্রী তন্বী। দাদাগিরির ট্রফি হাতে নিয়ে একটি ছবি দিয়েছেন তিনি। সেই ছবিতে অসংখ্য অনুরাগী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তবে সকলের নজর কেড়েছে মিঠাই ওরফে সৌমিতৃষার কমেন্ট। পর্দার বাইরে মিঠাই তোর্সার দারুন বন্ধুত্ব। তাই ভালোবেসে একে অপরকে তাঁরা বিশেষ নাম দিয়েছেন। কমেন্ট বক্সে উঁকি দিলেই জানা যাবে সেই বিশেষ নামও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥