• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুরুষ অনুরাগীদের জন্য দুঃসংবাদ! খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মৌনি রায়।

চলতি বছরের শুরু থেকেই বলিউডে একের পর এক বিয়ের পিঁড়িতে বসছেন একাধিক সেলিব্রেটি জুটি। এবার পালা বঙ্গ তনয়া মৌনী রায়ের (Mouni Roy) ।কোচবিহারের মেয়ে তথা বলিউড অভিনেত্রী বিয়ে করছেন খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের সমস্ত তোড়জোড়। হবু শ্বশুর বাড়িতে সকলের সাথেই দারুন বন্ডিং অভিনেত্রীর। তাই দেরী করতে চাইছেন অভিনেত্রী নিজেই।

তবে পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন। বরং গ্লামার জগতের থেকে তাঁর দূরত্ব অনেক বেশি। অভিনয় জগতে আসার পর ইতিপূর্বে একাধিক অভিনেতার সথে নাম জড়িয়েছে অভিনেত্রীর। টিভি অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন টেলিভিশন দুনিয়ার ‘নাগিন’। এরপর ‘দেব কে দেব মহাদেব’ খ্যাত সহ অভিনেতা মোহিত রয়নার সঙ্গেও নায়িকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়।

   

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambia,সুরাজ নাম্বিয়া,Cooch Behar,কোচবিহার,Destination Weeding,ডেস্টিনেশন ওয়েডিং

তবে জল্পনাই থেকে গিয়েছে। কারণ এবার দীর্ঘদিনের বন্ধু শিল্পপতি সুরজ নাম্বিয়ার (Suraj Nambia) গলাতেই মালা দিতে চলেছেন মৌনি। জানা গেছে সুরজ পেশায় দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হলেও আদতে বেঙ্গালুরুর বাসিন্দা। শোনা যাচ্ছে ২০২২ সালের জানুয়ারি মাসেই তাঁর সাথেই গাঁটছড়া বাঁধছেন মৌনী। এখন থেকেই শুরু গিয়েছে তার প্রস্তুতি।

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambia,সুরাজ নাম্বিয়া,Cooch Behar,কোচবিহার,Destination Weeding,ডেস্টিনেশন ওয়েডিং

শোনা যাচ্ছে ট্রেন্ডে গা ভাসিয়ে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং সারবেন অভিনেত্রী। তবে বিয়ে বিদেশে হলেও কোচবিহারকে বাতিলের খাতায় ফেলেননি। যতই হোক সেখানেই একসময় শৈশব কাটিয়েছিলেন মৌনী। তাই শোনা যাচ্ছে কোচবিহারেও হবে অভিনেত্রীর রিসেপশন পার্টি। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।কোচবিহারেও হবে অভিনেত্রীর রিসেপশন পার্টি। এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Mouni Roy,মৌনি রায়,Suraj Nambia,সুরাজ নাম্বিয়া,Cooch Behar,কোচবিহার,Destination Weeding,ডেস্টিনেশন ওয়েডিং

অভিনেত্রীর পরিবার সূত্রে খবর তিনি শেষবার কোচবিহার এসেছিলেন আজ থেকে প্রায় ৬ বছর আগে অর্থাৎ ২০১৫ সালে। জানা গেছে মৌনীর বাবা অনিল রায় ছিলেন কোচবিহার জেলা পরিষদের অফিস সুপারিন্টেন্ডেন্ট। কয়েক বছর আগেই তিনি প্রয়াত হয়েছেন। আর মৌনীর মা মুক্তি রায় হলেন দিনহাটার পেটলা হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি এখনও কোচবিহারেই থাকেন বলে খবর।

site