• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাঁটার কি ছিরি! উটপাখির মত পেছন বাকিয়ে হেঁটে ট্রোলড মালাইকা, রইল ভাইরাল ভিডিও

Updated on:

Malaika Arora Trolled for wierd style of walking,Malaika Arora,Malaika Trolled,Social Media Troll,Bollywood,মালাইকা অরোরা,বলিউড,মালাইকা ট্রোলড,সোশ্যাল মিডিয়া ট্রোল,Malaika Arora Trolled for wierd walking style

বলিউডের (Bollywood) বিখ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। একসময় মালাইকার নাচের দিওয়ানা ছিল সকলে। ‘মুন্নি বদনাম হুই (Munni Badnaam Hui)’ গানে মালাইকার নাচ আজও মনে রয়েছে অনেকেরই। তবে সময় পেরোলেও মালাইকা কিন্তু একই আছেন। যেমন শরীরের ফিটনেস তেমনি গ্ল্যামারাস মালাইকা। বর্তমানে ৪৭ বছর বয়স মালাইকার যেটা তাকে দেখে বলতে পারা অসম্ভব।

বিটাউন তথা সোশ্যাল মিডিয়াতে প্রায়শই চর্চায় থাকেন অভিনেত্রী। নিজের থেকে বয়সে ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকা।সেই কারণে অর্জুন-মালাইকা নিয়ে প্রায়দিন শিরোনাম দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। তবে সম্প্রতি অন্য এক কারণে তুমুল চর্চার বিষয় হয়ে গিয়েছেন মালাইকা। বা বলা যেতে পারে ব্যাপক ট্রোলড হচ্ছেন অভিনেত্রী।

মালাইকা অরোরা অর্জুন কাপুর Malaika Arora Arjun Kapoor

আসলে সম্প্রতি পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন মালাইকা। সেই ভিডিওতে মালাইকার হাঁটার ধরণ দেখে রীতিমত হেসে গড়াগড়ি খেয়েছেন নেটিজেনরা। নিজের বক্ষদেশ সামনের দিকে ঠেলে আর পিছন উঠিয়ে উটপাখির মত অদ্ভুত ভঙ্গিতে হেঁটে যাচ্ছিলেন মালাইকা। সেই ভিডিও ক্যামেরাবন্দি হয়ে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bollywood Pap (@bollywoodpap)

এমনিতেই বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের সংখ্যা আগের তুলনায় অনেকগুণ বেড়ে গিয়েছে। বিশেষত সেলেব্রিটিদের ট্রোলিংয়ের কোনো সুযোগই হাতছাড়া করে না নেটিজেনরা। সেখানে মালাইকার এমন আজব পিছন বাঁকানো হাঁটা কি আর কেউ ছাড়ে! ভিডিও ভাইরাল হতেই নানা ধরণের ট্রোলিং কমেন্ট আসতে শুরু করেছে।

Malaika Arora Trolled for wierd style of walking,Malaika Arora,Malaika Trolled,Social Media Troll,Bollywood,মালাইকা অরোরা,বলিউড,মালাইকা ট্রোলড,সোশ্যাল মিডিয়া ট্রোল,Malaika Arora Trolled for wierd walking style

কারোর মতে হাঁসের মত হাটছে, তো কারোর মতে হাটতে ভুলে গেছে বোধয়! কেউ আবার বলেছেন বেশি স্টাইল মেরে চলতে গিয়ে বেঁকে গেছে। এক নেটিজেনদের মতে বুক দেখতে গিয়ে ক্যাট ওয়াক কিভাবে করে ভুলে গেছে। এমন হাজারো মন্তব্য করেছেন নেটিজেনরা ভিডিও দেখে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥