বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল সিরিয়াল। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। জি বাংলার দর্শকদের কাছে বহুল জনপ্রিয় এমনই একটি ধারাবাহিক হল ‘করুণাময়ী রানি রাসমণি'(Karunamoyi Rani Rashmoni)। রাণিমার মৃত্যুর ইতিমধ্যেই শুরু হয়েছে ‘রাসমণি উত্তর পর্ব’। এই পর্বে রানিমার পর প্রয়াত হয়েছেন সকলের প্রিয় মথুরবাবুও।
এই নতুন পর্বে একাধিক পুরনো চরিত্রদের পাশাপাশি আগমন ঘটেছে বেশ কিছু নতুন চরিত্র। তাদের মধ্যে অন্যতম হল জগদম্বা এবং মথুরবাবুর সন্তান দ্বারিকা (Dwarika)এবং তাঁর স্ত্রী কুমুদিনী (Kumudini)। সিরিয়ালে দ্বারকার চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সুমন দে আর কুমুদিনীর চরিত্রে রয়েছেন ছোট পর্দার সৌদামিনী খ্যাত অভিনেত্রী সুস্মিলি আচার্য। কিন্তু নানা ঘটনাক্রমে রানির পরিবারের লোকজন এমনকি দ্বারিকা এখনও জেনে উঠতে পারেননি কুমুদিনীই তাঁর বিবাহিত স্ত্রী।
অন্যদিকে মা ভবতারিণীর কৃপায় বেশ কিছুদিন ধরেই দক্ষিণেশ্বর মন্দিরে ঠাঁই হয়েছে কুমুদিনীর। কিন্তু এইভাবে অচেনা, অজানা একটা মেয়ের দায়ভার নেওয়ার বিরোধিতা করতে রাণিমার সেজ মেয়ে পদ্ম এবং তাঁর পরিবার। তাই একপ্রকার ষড়যন্ত্র করেই তারা এক বয়স্ক, বিবাহিত জমিদারের সাথে কুমুদিনীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাঁরা।
অন্যদিকে মাসিমণি আর মেসোবাবুর এমন চক্রান্তের কথা জানতে পেরে দ্বারিকা কুমুদিনীকে উদ্ধার করে আনতে যায়। এরপর কুমুদিনীকে আগুনে পুড়ে যাওয়ার হাত রক্ষা করে রাতের অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে পালিয়ে নিয়ে আসছিল দ্বারিকা। কিন্তু সে এতটাই শক্তিহীন হয়ে পড়ে যে উঠে দাঁড়ানোর ক্ষমতা টুকুও হারিয়ে ফেলে। সেসময় মানুষ রূপে কুমুদিনীর সামনে আসেন স্বয়ং মা ভবতারিণী। তিনিই কুমুদিনীর কপালে প্রসাদি ছুঁইয়ে দিয়ে তাকে সারিয়ে তোলেন।
সম্প্রতি চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে স্বয়ং মা ভবতারিণী কুমুদিনীর প্রাণ রক্ষা করছেন। ভক্তের প্রাণ বাঁচাতে ছুটে এসেছেন স্বয়ং মা ভবতারিণী। এই ক্লিপিংসটির মাধ্যমে দর্শকদের কাছে এমনই বার্তা গিয়েছে। যা দেখা মাত্রই কমেন্ট বক্সেই নেটিজেনরা মা ভবতারিণীর নাম জপ করা শুরু করে দিয়েছেন।