রানাঘাটের ৬ নং প্লাটফর্ম থেকে সোজা মুম্বাই এর গানের স্টুডিওতে পৌঁছে গিয়েছিলেন রানু মন্ডল (Ranu Mondal) । তার অসাধারণ কন্ঠের জাদুতে বুঁদ হয়েছিল গোটা দেশ। আর তারপরেই রাতারাতি বদলে গিয়েছিল তার জীবন। পথচলতি এক ব্যক্তির পছন্দ হয় রানু মন্ডলের গান। আর সেই গানের ভিডিও করে তিনি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এর পরেই ঘটে যায় ম্যাজিক, রাতারাতি ভাইরাল হয়ে পড়ে তার গান।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও দেখে স্বয়ং হিমেশ রেশমিয়া রানু মন্ডলের সাথে গান বাঁধেন। এরপর হিমেশ সেই প্রতিভাকে পৌঁছে দেন সারা বিশ্বের দরবারে। রানুর সঙ্গে ডুয়েটে তিনি গান ‘তেরি মেরি কাহানি’। আর তার সেই গান আগের বছর দাপিয়ে বেড়িয়েছে সমস্ত পুজো মন্ডপে।
কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই রানু মন্ডলের অবস্থা ফের শোচনীয় হয়ে পড়েছিল। রানাঘাট স্টেশন থেকে শুরু করে আবার তাকে ফিরে যেতে হয়েছিল সেই স্টেশনের ভিক্ষাবৃত্তিতেই। টেনেটুনেই কাটছিল দিন। মুখ ফিরিয়েছিল তার মেয়েরাও। এর একমাত্র কারণ তার আচরণ। কেননা সাফল্য পাওয়ার পরেই অসংখ্য বেফাঁস মন্তব্য করে দেখা গিয়েছে তাকে। আর যার জেরেই সাফল্যের চূড়াতে ওঠার পরেও তার করুণ দশা ফিরে আসতেও বেশি সময় লাগেনি।
এবার তার জীবনের এই পুরো ওঠাপড়া ফুটে উঠবে সিনেমায়। ছবিতে রানু মন্ডলের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী ইশিকা দে। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় আপাতত ছবির নাম ঠিক হয়েছে ‘মিস রানু মারিয়া’। ‘পূর্ব পশ্চিম দক্ষিণ… উত্তর আসবেই’, ‘সেক্রড গেমস’ ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন ইশিকা।
জানা যাচ্ছে, এখনও পর্যন্ত রানু মন্ডলের সাথে দেখা করে উঠতে পারেননি অভিনেত্রী৷ তার চরিত্র ফোটাতে গেলে এটা ভীষণ ভাবে জরুরি। জানা যাচ্ছে, নভেম্বর থেকেই শুরু হবে ছবির কাজ। এই ছবি তৈরি হলে তা নিঃসন্দেহে বাংলার মানুষের কাছে গর্বের কারণ হবে।