একসময় ছিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন দেবশ্রী রায় (Debashree Roy)। চিরঞ্জিত, প্রসেনজিৎ সহ একাধিক অভিনেতাদের সাথে অভিনয় করেছিলেন দেবশ্রী। তবে মাঝে অভিনয় ছেড়ে যোগ দিয়েসিলেন রাজনীতিতে। সম্প্রতি রাজনীতি ছেড়ে আবারো অভিনয়ের জগতে ফিরেছেন অভিনেত্রী। দীর্ঘ দশ বছর পর অভিনয়ে ফিরেই বাজিমাত করতে একেবারে প্রস্তুত অভিনেত্রী।
সর্বজয়া সিরিয়ালে মূল চরিত্রেই দেখা যাচ্ছে দেবশ্রী রায়কে। নতুন ধারাবাহিক হলেও ইতিমধ্যেই দর্শকদের মন জয় করতে সফল সিরিয়ালটি। সাপ্তাহিক টিআরপি তালিকায় ইতিমধ্যেই প্রথম দশের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে সর্বজয়া। সিরিয়ালে দেবশ্রী অর্থাৎ সর্বজয়ার মেয়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার।
সম্প্রতি অভিনেত্রী সঙ্ঘমিত্রা নিজের সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সর্বজয়া সিরিয়ালের কিছু টুকরো ছবিই শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে দেবশ্রী ও সংঘমিত্রা নাচছেন একসাথে। সুতরাং বোঝাই যাচ্ছে সিরিয়ালের আগামী পর্বে এই দৃশ দেখতে পাবেন দর্শকেরা।
ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভালো নাচতেও পারেন দেবশ্রী একথা সকলেরই জানা। এবার সিরিয়ালেও অভিনয়ের পাশাপাশি নিজের নাচের দক্ষতা আবারও দর্শকের সামনে তুলে ধরবেন অভিনেত্রী। ছবিতে কোনো এক নাচের প্রতিযোগিতার মঞ্চেই সিরিয়ালের মা-মেয়ে জুটি নাচছে বলে মনে হচ্ছে।
View this post on Instagram
ছবিগুলি শেয়ার করে সঙ্ঘমিত্রা লিখেছেন, শীঘ্রই আসছে। স্বাভাবিকভাবেই ছবি গুলি নেটমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আর ছবি ভাইরাল হবার সাথে সাথেই দর্শকদের মনে বাড়ছে উত্তেজনা। আবারো প্রিয় অভিনেত্রীকে নিজের পুরোনো ফর্মে ফিরতে দেখতে পাবেন দর্শকেরা।