বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেন গৌরব রায় চৌধুরীর (Gourab Roy Chowdhury)। বিগত বেশ কিছুদিন ধরেই নানান অসুখে ভুগছেন অভিনেতা। কিছুদিন আগেই চোখের ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। জানা যায় চোখের ইনফেকশনের সমস্যার পাশাপাশি ধরা পড়েছে বোন টিউমার। সেসময় হাসপাতালের বেডে বসেই কেটেছিলেন জন্মদিনের কেক। এরপর খানিক সুস্থ হয়েই ফিরেছিলেন ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের অন্তিম পর্বের শ্যুটিং সারতে।
তবে সেসময়ই অভিনেতা জানিয়ে দিয়েছিলেন ‘চোখের সমস্যা মিটলেও হাতের টিউমার এখনও পুরোপুরি নির্মূল হয়নি। চিন্তার তেমন কিছু না থাকলেও সার্জারি করতে হবে।’ কিন্তু শ্যুটিংয়ের জেরে কিছুদিনের জন্য অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দিয়েছিলেন গৌরব। যেটা সম্প্রতি হয়ে গিয়েছে। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ডান হাতের কনুইতে ৬ ঘন্টার জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
অস্ত্রোপচার শেষে নিজেই নিজের হেল্থ আপডেট দিয়েছেন গৌরব। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে তিনি লিখেছেন’ এই যুদ্ধে হার নিশ্চিত ছিল, হাতটার অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু চিকিত্সকরা ৬ ঘন্টার যুদ্ধ চালিয়ে শেষমেষ জিতিয়ে দিল আমায়, আর আমার হাতটাকে। ধন্যবাদ দিলেও বোধহয় কম বলা হয়ে যাবে। তবুও ধন্যবাদ চিকিৎসকদের।’
সম্প্রতি হাসপাতালের ডাক্তারদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে খোলা চিঠি লিখলেন গৌরব। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন গৌরব। যেখানে প্রথমেই তিনি বলেছেন, ‘ডঃ গৌরব নন্দী ওই যে বললাম ধন্যবাদ তও বোধহয় কম হয়ে যাবে। বিগত ২ বছর ধরে অদ্ভুতভাবে লুকিয়ে ছিল টিউমার। যেটা নীরবে শেষ করার প্ল্যান করছিল, কিন্তু আপনি ও আপনার টিমের সকলে রুখে দিয়েছেন সেটা’।
View this post on Instagram
এরপর অভিনেতা আরো বলেন, ‘জানি আমার মত লক্ষ কোটি মানুষের আপনারা রোজ এভাবেই জীবন দেন করেন। আমি মার্ভেলস ইউনিভার্সের ফ্যান তবে বাস্তবে ডাক্তার ইউনিভার্সকেই বেশি বিশ্বাস করি। কিছুদিনের বিশ্রাম নিয়েই হয়তো রিল লাইফে ফিরব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন’। শেষে ডাক্তার সহ হাসপাতাল ও তাদের বেশ কিছু স্টাফদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেতা।