ভারতীয় টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় এবং চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস (Big Boss)। প্রতি বারের মতো এবারেও এই শো নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। যত দিন যাচ্ছে তরতরিয়ে বাড়ছে উত্তেজনার পারদ। এবছর ‘বিগ বস সিজন ১৫’ (Big Boss Season 15)-তে থাকছে একাধিক নতুন চমক। দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ভুট (VOOT)-এ সম্প্রচার শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’র।
বিগবস ওটিটিতে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের সর্বাধিক চর্চিত পরিচালক করণ জোহার (karan johar) । তার উপর এই সিজনে সকলকে চমকে দিয়ে বিগবসের ঘরে উপস্থিত হয়েছে শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি। পর্ণ ব্যবসা জনিত কারণে রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকেই বারংবার উঠে এসেছে শমিতার নাম।
বিগবসের ঘরে ঢোকার পর থেকেই বহুবার মেজাজ হারিয়েছেন শমিতা৷ একাধিকবার ঘরের নানান সদস্যদের সাথেই কথা-কাটাকাটির পর্যায়েও চলে গিয়েছে। এবার শিল্পা ভগ্নি শমিতা বিবাদে জড়ালেন প্রতিযোগী অক্ষরা সিং (Akshara Singh) এর সঙ্গে।
voot- কর্তৃক শেয়ার করা সম্প্রতি একটি প্রোমোতে দেখা যাচ্ছে, অক্ষরা এবং দিব্যা বিগবসের রান্নাঘরে কাজে ব্যস্ত রয়েছেন৷ অন্যদিকে সোফায় বসেছিলেন শমিতা এবং নেহা ভাসিন। এমন সময় নিশান্ত এসে গলা চরিয়ে অভিযোগ করেন তিনি ব্রেকফাস্ট পাননি, আর এই কথা শুনেই বেজায় চটে যান অক্ষরা। তিনি মেজাজ হারিয়ে বলেন, ‘আমি কি এখানে রান্না করতে এসেছি?’ আর এর পরেই নেহা ভাসিন অক্ষরাকে কটাক্ষ করে বলে বসেন ‘তুমিই আর কীই বা পারো?’
View this post on Instagram
অক্ষরাও ছেড়ে কথা বলেননি, তিনি সাথে সাথেই নেহাকে উত্তর দেন ‘তুমিই বা কী পারো, শুধু পা ছড়িয়ে বসে থাকতে?’ সেই সময় সোফাতে যেহেতু শমিতাও বসেছিলেন, তাই অক্ষরার কথা গায়ে লাগে তারও। শমিতা জানান অক্ষরা এই কথা বলে মোটেই ঠিক কাজ করেননি। যদিও অক্ষরা জানান তিনি শমিতাকে নন কেবল নেহাকেই এইকথা বলেছেন। আসলে অক্ষরার সঙ্গে শমিতার সাপে নেউলেই সম্পর্ক। এর আগে, অক্ষরা, শমিতার বয়স নিয়ে মন্তব্য করে বসেছিলেন। বেশি ইংরেজি না দেখাতে বলেছিলেন। শমিতাও তাঁকে ‘বদমাস মহিলা’ বলে ডাকতেন।