দীর্ঘ ১০ মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। আজ অরুণিতা কাঞ্জিলালকে (Arunita Kanjilal) চেনেনা এমন বাঙালি বোধ হয় নেই। তবু ছোট্ট করে একবার পরিচয়টা দিয়েই দিই। সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের সিজেন ১২ (Indian Idol 12)। স্বাধীনতা দিবসের দিন ঐতিহাসিক ১২ ঘন্টার লাইভ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের ইন্ডিয়ান আইডলের বিজেতা হয়েছেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন (Pawandeep Rajan)। আর দ্বিতীয় হয়েছেন আমাদের বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।
ইন্ডিয়ান আইডল অরুণিতার গান যেমন মুগ্ধ করেছে শ্রোতাদের তেমনি মুগ্ধ হয়েছেন বিচারক থেকে অতিথিরাও। অবশ্য এই প্রথম নয় এর আগেও রিয়্যালিটি শো এর মঞ্চে দর্শকদের মন জয় করেছেন অরুণিতা। বনগাঁর মেয়ে অরুণিতা আসলে অতিসাধারণ পরিবারেই মেয়ে। তার বাবা একজন স্কুল শিক্ষক। মায়ের শখ ছিল অরুণিতাকে গায়িকা করে তোলার। অরুণিতাও সেই স্বপ্নই দেখে এসেছে ছোট থেকে।
সেই স্বপ্ন পূরণ হল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। সারা বাংলার গর্ব এখন সে। সারা দেশের তাবড় তাবড় প্রতিভাদের পিছনে ফেলে নিজেকে প্রমাণ করেছেন বাংলার মেয়ে অরুণিতা। এখন সে বাংলার নয়া তারকা। ইতিমধ্যেই, অনেকেই মনে করছেন পবনদীপ নয় আসলে বিজেতা হওয়ার হক রাখেন অরুণিতাই। তবুও আপামর দর্শক এবং বিচারকদের রায় মাথা পেতে নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেই খুশি গায়িকা।
সোশ্যাল মিডিয়ায় তরতরিয়ে বাড়ছে অরুণিতার ফলোয়ার্স। তার সুরেলা কন্ঠের যাদুতে মন মজেছে ৮ থেকে ৮০ এর। এখন বেজায় ব্যস্ত তিনি। অবশেষে দীর্ঘ ১০ মাস পর মুম্বই থেকে বনগাঁর বাড়িতে ফিরেছেন তিনি। তাকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়ছে গোটা পাড়া। এত বড় সাফল্যের পরেও মাটি থেকে পা সরেনি অরুণিতার।
বাড়ি ফিরেই সে মেতে উঠেছে পরিবারের সঙ্গে। তার একটাই কথা এতটাও প্রত্যাশা ছিলনা তার, সে শিখতে গিয়েছিল এবং শিখেই ফিরেছে। সে জানিয়েছে সারাজীবন ছাত্রী হয়েই থাকতে চায় সে। রবিবার সোশ্যাল মিডিয়ায় বোনের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করেছেন অরুণিতার দাদা অনীশ।
তবে সবার কাছে ইন্ডিয়ান আইডল খ্যাত অরুণিতা হলেও তার দাদার কাছে কিন্তু সে ‘পুকু’। আজ্ঞে হ্যাঁ, আদর করে বোনকে এই নামেই ডাকে সে। দাদার ঘাড়ে চেপে দাপাদাপিতে ব্যস্ত অরুণিতা, তেমনই এক মিষ্টি মুহূর্ত ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করে অনীশ লিখেছেন, ‘পুকু’ । অরুণিতাও দাদার ছবিতে মিষ্টি করে উত্তর দিয়ে লিখেছেন, ‘পুকি, টুকি টুকি’। নেটিজেনদের বক্তব্য অরুণিতার মতোই মিষ্টি তার ডাকনামটিও।