• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের ক্রাশ ! অলিম্পিকের সোনা জয়ী নীরজ চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ সুন্দরী অভিনেত্রী কিয়ারা

ভারতের প্রতিটা মানুষকে গর্বিত অনুভব করিয়েছেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া (Olympic Gold Medal winner Neeraj Chopra)। ঐতিহাসিক এই সাফল্যের পর সর্বত্রই নীরজকে নিয়ে কথা চলছে। ১২১ বছর আগে অলিম্পিকে বড়মাপের জয় এসেছিল ভারতের এরপর থেকে দীর্ঘ অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন নীরজ চোপড়া। ২০১৮তে কমনওয়েলথ গেমস থেকেই শুরু হয়েছিল এই স্বপ্নের। এশিয়ান গেমসেও সোনা জিতেছেন। আর এবার বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করে সকল ভারতবাসীকে গর্বিত করে তুললেন।

হরিয়ানার কৃষক পরিবারে জন্ম নিয়েছিলেন নীরজ। ২০১১ সালে শুরু হয় বর্শা ছোড়ার প্রশিক্ষণ। এরপর থেকে কঠোর পরিশ্রম আর ইচ্ছাপূরণের জেদ নিয়েই চলে অনুশীলন। ২০১৬ সালে পোল্যান্ডে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন। সেই থেকেই নিজেকে মেলে ধরেছেন সেরার সেরা হিসাবে। ৮৭.৫৮ মিটার দূরে লক্ষ্যভেদে সফল হয়েছিলেন ভারতীয় সেনার প্রতিনিধি নীরজ।

   

নীরজ চোপড়া Neeraj Chopra Indian Athlete Olympic Gold medal Biopic

সোনা জেতার পর থেকে একফোঁটাও ফুরসত পাননি নীরজ। সম্বর্ধনা অনুষ্ঠানে তাকে রোজই সম্মানিত করা হচ্ছে দেশের কোথাও না কোথাও। তার বর্শায় ইতিমধ্যেই মন বিঁধেছে অসংখ্য মহিলা অনুরাগীর। শুধু তাই নয়, বলিউডের অনেক সেলিব্রেটিই তাঁর ভূয়সী প্রশংসা করেছেন। এবার বলিপাড়ার সুন্দরী অভিনেত্রী কিয়ারা আদভানি তাকে বিশ্বের ক্রাশ বলে সম্বোধন করলেন।

নীরজ চোপড়া Neeraj Chopra Indian Athlete Olympic Gold medal Biopic

সম্প্রতি, কিয়ারা আদভানিকে নীরজ চোপড়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, জয়ের পর নীরজ বিশ্ব ক্রাশ হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে, আজকাল কিয়ারা আদভানি তার ‘শেরশাহ’ চলচ্চিত্র নিয়ে আলোচনায় রয়েছেন। এই ছবিতে তার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। এই কারণে এখন দুজনেই ছবির প্রচারের জন্য কঠোর পরিশ্রম করছেন। উভয়ই প্রচারের জন্য অনেক টিভি শোতে উপস্থিতও হয়েছেন। এখন এই ছবির প্রচার চলাকালীন, তিনি একটি সাক্ষাৎকারে নীরজ চোপড়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এই কথা জানান।

নীরজ চোপড়া,কিয়ারা আদভানি,অলিম্পিক্স,ভারত,শেরশাহ,বিশ্ব ক্রাশ,neeraj chopra,kiara advani,world crush

কিয়ারা আদভানি নীরজ চোপড়ার প্রশংসা করে বলেন, ‘নীরজ চোপড়া শুধু জাতীয় ক্রাশই নন, তার জয়ের পর বিশ্ব ক্রাশ হয়ে উঠেছেন। একই সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রাও নীরজ চোপড়ার প্রশংসা করেছেন। তিনি বলেছিলেন যে নীরজ সত্যিকারের ‘শের শাহ’ যিনি দেশকে গর্বিত করেছিলেন।

 

 

site