সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান আইডলের সিজেন ১২ (Indian Idol 12)। স্বাধীনতা দিবসের দিন ঐতিহাসিক ১২ ঘন্টার লাইভ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের ইন্ডিয়ান আইডলের বিজেতা হয়েছেন উত্তরাখণ্ডের ছেলে পবনদীপ রাজন (Pawandeep Rajan)। আর দ্বিতীয় হয়েছে পশ্চিমবঙ্গের বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় হলেও বাংলা সহ লক্ষ লক্ষ মানুষে মনে কিন্তু গেঁথে গিয়েছে অরুণিতা।
ইন্ডিয়ান আইডল অরুণিতার গান যেমন মুগ্ধ করেছে শ্রোতাদের তেমনি মুগ্ধ হয়েছেন বিচারক থেকে অতিথিরাও। অবশ্য এই প্রথম নয় এর আগেও রিয়্যালিটি শো এর মঞ্চে দর্শকদের মন জয় করেছেন অরুণিতা। বনগাঁর মেয়ে অরুণিতা আসলে অতিসাধারণ পরিবারেই মেয়ে। তার আবার একজন স্কুল শিক্ষক। মায়ের শখ ছিল অরুণিতাকে গায়িকা করে তোলার। অরুণিতাও সেই স্বপ্নই দেখে এসেছে ছোট থেকে।
প্রাথমিক ভাবে মামার কাছ থেকেই সংগীত শিক্ষা নিয়েছিলেন অরুণিতা। এরপর সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশোনা শেষ করে রবীন্দ্র গাঙ্গুলীর কাছ থেকে সংগীত শিক্ষা নিয়েছেন অরুণিতা। এরপর ২০১৩ সালে সারেগামাপা লিটল চ্যাম্পসের মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশ গ্রহণ করেছিল অরুণিতা।
সারেগামাপা এর মঞ্চে ছোট্ট অরুনিতার গান বিচারক আলকা ইয়াগনিক(Alka Yagnik), মোনালি ঠাকুর(Monali Thakur) ও শান(Shaan) থেকে শুরু করে দর্শক সকলকেই মুগ্ধ করেছিল। সম্প্রতি অরুণিতা ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় হওয়ার পর সারেগামাপা এর একটি গানের ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
https://youtu.be/nP0AYD9yWb4
ভিডিওতে ছোট্ট অরুণিতাকে ‘মেরা সায়া’ গানটি গাইতে দেখা যাচ্ছে। যে গানটি শুনে মঞ্চে উপস্থিত তিন বিচারকেরাই মুগ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয় ভিডিওতে অরুনিতার ছোটবেলার দিনগুলিও দেখানো হয়েছে। পুরোনো এই ভিডিওটি সম্প্রতি অরুণিতা কাঞ্জিলাল ফ্যানক্লাব নামের একটি ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছে। যেটি অল্প কিছুদিনের মধ্যেই প্রায় সাত লক্ষ ভিউ পেয়ে গিয়েছে।