বাংলার ঘরে ঘরে সবার কাছের মানুষ হয়ে গিয়েছে মিঠাই (Mithai)। নতুন স্বাদের সিরিয়াল হিসাবে শুরু হয়ে সেই প্রথম দিন থেকেই দর্শকদের মন ছুঁয়ে নিয়েছে মিঠাই সিরিয়াল। দেখতে দেখতে অনেকটা পেরোলেও জনপ্রিয়তা কমেনি বরং সকলেই ভালোবেসে ফেলেছে মিঠাইকে। প্রতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হলেই সেই ভালোবাসার প্রমাণ মেলে। এসপ্তাহেও তাঁর ব্যতিক্রম হল না।
বরাবরের মত এবারেও একেবারে সবার থেকে বেশি পয়েন্ট পেয়ে সেরার সেরা মিঠাই। এক কথায় মিঠাই যেন অপ্রতিরোধ্য। ঠিক যেমন সিরিয়ালে মিঠাই সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সিদ্ধার্থের মন জয় করতে পারছে তেমনিই বাঙালির ঘরে ঘরে এখন শুধুই মিঠাই ম্যাজিক। আর সেই কারণেই প্রতি সপ্তাহের শেষে একেবারে প্রথম স্থানেই পাওয়া যায় মিঠাই সেরিয়ালটিকে।
এসপ্তাহে ১১ পয়েন্ট নিয়ে একেবারে প্রথম স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। প্রতিবারের মত অপরাজিতা অপু রয়েছে দ্বিতীয় স্থানে। এবারে অপরাজিতা অপুর প্রাপ্ত পয়েন্ট ৯। তবে তৃতীয় স্থানে মিলেছে নতুন চমক। সম্প্রতি শুরু হয়েছে দেবশ্রী রায় (Debashree Roy) অভিনীত সিরিয়াল সর্বজয়া (Sarbajaya)। শুরুতেই বাজিমাত করল সিরিয়ালটি।
এসপ্তাহের টিআরপি তালিকায় তৃতীয় স্থান দখল করেছে সর্বজয়া। শুরুর সপ্তাহেই সর্বজয়ার প্রাপ্ত নাম্বার ৮.৫। অবশ্য সাথে রয়েছে জীবনসাথী সিরিয়ালটিও।এবার দেখে নেওয়া যাক বাকিদের পয়েন্টার তালিকা।
যমুনা ঢাকি- ৭.৯
কৃষ্ণকলি- ৭.৮
খড়কুটো- ৭.৩
কড়ি খেলা- ৭.২
ধুলোকণা – ৬.৭
রাসমণি- ৬.৫
শ্রীময়ী- ৬.৪
ষ্টার জলসা থেকে শুরু করে জি বাংলায় বিগত কয়েকদিনে বেশ কয়েকটি নতুন সিরিয়াল চালু হয়েছে। যাদের মধ্যে সর্বজয়া, ধূলোকণা এর মত সিরিয়াল গুলি ছাড়াও রয়েছে মন ফাগুন ও শ্রীকৃষ্ণভক্ত মীরা সিরিয়ালটি। তবে এই সিরিয়ালগুলো এখনো পর্যন্ত টিআরপি তালিকায় প্রথম দশে স্থান করতে পারেনি। হয়তো আগামী দিনে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে তাদেরকেও দেখা যেতে পারে সেরা দশের তালিকায়।