বর্তমান সমাজে বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বৈবাহিক জীবনের জটিলতা যেন একটা ট্রেন্ড হয়ে উঠেছে । বিয়েই যে সম্পর্কের শেষ পরিণতি নয় আমাদের চারপাশে তার উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এক্ষেত্রে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাঁর কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন, টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee)। বারবার সম্পর্কে বিশ্বাস করে ঠকেছেন তিনি। তবুও ভালোবাসা শব্দটার প্রতি আস্থা হারাননি নায়িকা।
অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন ১৯৯৭ সালে সেই থেকে একাধিক সুপার হিট ছবিতে অভিনয় করেছেন। আর অভিনয় থেকে শুরু করে কিলার লুকস দিয়ে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হয়ে উঠেছেন শ্রাবন্তী। দেখতে দেখতে ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪ শে পা দিলেন শ্রাবন্তী। অবশ্য অভিনেত্রীকে দেখে ব্যস্ত বলতে পারা একপ্রকার অসম্ভব।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী, মাঝে মধ্যেই নানান ছবি ও ভিডিও শেয়ার করে নেন অনুগামীদের সাথে। আজ জন্মদিনেও নিজের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। আর ছবির ক্যাপশনে রয়েছে, ‘একটা নতুন বছর। নতুন দিন আর নতুন এক উত্তেজনায় ভরা অধ্যায়ের শুরু’।
অভিনয় ছাড়াও রাজনীতিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু ভোট দাঁড়িয়ে পরাজিত হয়েছেন অভিনেত্রী। এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অভিনেত্রী বলেন, মানুষ আমায় অভিনেত্রী হিসাবেই দেখতে চাইছেন। তাই অভিনয়েই ফোকাস করেছি। বর্তমানে রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সে বিচারক হিসাবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে।
প্রসঙ্গত, তৃতীয় স্বামী রোশন সিংহের সাথে বিবাহবিচ্ছেদ নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে। অন্যদিকে চতুর্থ প্রেমিক নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। শ্রাবন্তীর আবাসনেরই বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ। তার সাথেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে শ্রাবন্তীকে নিয়ে। যদিও এটা সম্পূর্ণ গুজব তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু এমনটাই মন্তব্য শ্রাবন্তীর।