টোকিও অলিম্পিক্সে (Tokyo olympics) ভারতের ঝুলিতে প্রথম মেডেল এসেছিল মণিপুরী কন্যা মীরাবাঈ চানুর (Mirabai Chanu) হাত ধরেই। দ্বিতীয় দিনেই ভারতকে জয়ের স্বাদ পাইয়ে দিয়ে বিশ্বের দরবারে ভারতবাসীর বুকের ছাতি কয়েক ইঞ্চি চওড়া করে দিয়েছিল বছর ২৬ এর এই মেয়ে। অধরা স্বপ্ন কে সত্যি করে ৪৯ কেজি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রূপো জিতে নিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিকসে প্রথম বারের জন্য রূপো জিতে আজ বিশ্ব রেকর্ড করেছেন মীরাবাঈ চানু। তবে আজ তাঁর ঠোঁটের কোণায় যে চওড়া হাসিটা ঝুলছে তা এতটাও সহজে আসেনি। ব্যার্থতা থেকে অবসাদ একসময় সবকিছুই জাঁকিয়ে বসেছিল তাঁর মধ্যে। কিন্তু খেলোয়াড়রা বোধ হয় এমনই হয় জেতা ম্যাচ হেরে গিয়ে চোখের জল মুছতে মুছতে ম্যাচ ছাড়লেও অসম্ভব মনের জোর নিয়ে দুরন্ত কামব্যাক করতে পিছপা হননা তাঁরা। একথাই ফের একবার প্রমাণ করলেন ভারতীয় কন্যা মীরাবাঈ চানু। আর দাঁড়িয়ে দেখল, বাহবা দিল গোটা বিশ্ব। আর সবটা দেখে গর্বে মাথা উঁচু করল ভারতবর্ষ।
ছোট্ট গ্রাম থেকে আসা মেয়েটি আজ গোটা দেশের কাছে তারকা। দিন কয়েকের মধ্যেই সকলের মুখে মুখে মুখে ঘুরতে থাকে মীরাবাঈ চানুর নাম। আজ তার দেশজোরা ফ্যান। কিন্তু এই মীরাবাঈ হলেন সলমন খানের বেজায় ফ্যান।
সম্প্রতি তিনি দেখা করেছিলেন সলমন খানের (Salman Khan) সঙ্গে। আর সাক্ষাতের সেই ক্যামেরাবন্দি মুহূর্ত বলিউড ভাইজান খোদ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। চানুর সঙ্গে দেখা করে তিনি যে বেজায় আপ্লুত, সেকথা জানাতেও ভোলেননি। ছবির সঙ্গে চানুর ক্যাপশন, ‘অনেক ধন্যবাদ সলমন স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সফল হল!’