• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের একবার চুটিয়ে রোম্যান্স করছেন যশমিতা, প্রকাশিত হল ‘ও মন রে’-এর অফিশিয়াল টীজার

আজ থেকে ৮ বছর আগে ২০১৩ সালে এসভিএফ-এর প্রযোজনাতে তৈরি হয়েছিল স্টার জলসার ব্লকবাস্টার মেগা ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’(Bojhe na se bojhe na)। একটানা তিন বছর সিরিয়াল চলাকালীন বাংলা টেলিভিশনের পর্দায় পাখি-অরণ্য জুটিতে মধুমিতা সরকার (Madhumita Sarcar) এবং যশ দাশগুপ্তের (Yash Dasgupta) অভিনয় পৌঁছেছিল জনপ্রিয়তার শীর্ষে। সেই থেকেই ভক্তদের কাছে এই জুটির নাম ‘যশমিতা’(YashMita)। সিরিয়াল শেষ হয়েছে আজ থেকে ৫ বছর আগে, তবে দর্শকদের আজও এই জুটির আকর্ষণ প্রবল।

তাই সিরিয়াল শেষ যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে বারবার দাবি উঠতে থাকে এই জুটিকে ফের একবার পর্দায় ফিরিয়ে আনার জন্য। তাই ভক্তদের দাবি মেনে নিয়েই ফের একবার জুটি বেঁধেছেন যশ-মধুমিতা। তবে এবার সিনেমা কিংবা সিরিয়ালে নয় এস ভি এফ এর হাত ধরেই ‘ও মন রে’ নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তাঁরা।

   

Yash Dasgupta Madhumita Bridal Photoshoot যশ দাসগুপ্ত মধুমিতা সরকার

আর স্বাভাবিকভাবেই যশমিতা জুটির অনুরাগীদের কাছে বহু প্রতীক্ষিত এই ভিডিওকে কেন্দ্র করে রয়েছে ব্যাপক প্রত্যাশা। সম্প্রতি এসভিএফ সংস্থার নয়া মিউজিক ভিডিও ‘ও মন রে’-র পোস্টার প্রকাশ্যে আসতেই তা ব্যাপক ভাইরাল হয়েছিল। আর এবার যশ – মধুমিতার প্রথম মিউজিক ভিডিয়োর ঝলক সামনে আসতেই তা নজর কেড়েছে নেটিজেনদের।

আজ প্রকাশ্যে এসেছে এসভিএফের মিউজিক ব্যানারে তৈরি বাংলাদেশের সেন্সেশনাল গায়ক তনভীর ইভানের গানের মিউজিক ভিডিয়ো। মাত্র ৩০ সেকেন্ডের ওই টীজারে কখনও রোম্যান্স করছেন ‘যশমিতা’, আবার কখনও অভিমান। আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে সম্পূর্ণ মিউজিক ভিডিয়োটি।

জানা গেছে এই গানের অ্যালবাম পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে থাকবেন বাবা যাদব। অন্যদিকে সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছে সৌমিক হালদার। এদিন ইনস্টাগ্রামে টিজার শেয়ার করে যশ লিখেছেন, ‘যতক্ষণ ভালোটা তোমার সঙ্গে আছে ততক্ষণ বোঝা যায় না সেটা কতটা ভালো ছিল। আপনাদের জন্য রইল ও মন রে-র অফিসিয়াল টিজার। আসছি আমি আর মধুমিতা। মিউডিক ভিডিয়োটি মুক্তি পাবে ১৫ অগস্ট।’ টীজার করেছেন মধুমিতাও। তিনি লিখেছেন, ‘ফিরে পাওয়া যায় কি সত্যিকারের ভালোবাসা? বলবে ও মন রে।’

site