ভারতীয় টেলিভিশনের এক অন্যতম জনপ্রিয় এবং চর্চিত রিয়ালিটি শো হল বিগ বস (Big Boss)। প্রতি বারের মতো এবারেও এই শো নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে তুঙ্গে। এবছর ‘বিগ বস সিজন ১৫’ (Big Boss Season 15)-তে থাকছে একাধিক নতুন চমক। দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার থেকেই ওটিটি প্ল্যাটফর্ম ভুট (VOOT)-এ সম্প্রচার শুরু হয়েছে ‘বিগ বস ওটিটি’র।
এবছর ওটিটি প্লাটফর্মে এই শোয়ের সঞ্চালনার বলিউডের খ্যাতনামা পরিচালক, প্রযোজক করণ জোহর (Karan Johar)। তবে ৬ সপ্তাহ পর আগামী ১৯ সেপ্টম্বর থেকে টেলিভিশনে সম্প্রচারিত হতে চলেছে বিগ বস সিজন ১৫। আর টিভিতে এই শোয়ের সঞ্চালনার দায়ীত্বে থাকবেন সালমান খান (Salman Khan)। জানা গেছে আগামী দিনে টিভিতে শো সম্প্রচারিত হলে সেসময় ওটিটি অনুষ্ঠানের কয়েকজন অংশগ্রহণকারী টিভি শোতেও যোগ দেবেন,তবে তাঁদের সাথেই কয়েজন নতুন সেলিব্রেটিদেরও বাড়ির ভিতরে দেখা যাবে।
শুরুর দিনে সঞ্চালক কারণ জোহর প্রথমে প্রত্যেক প্রতিযোগীকে এক এক করে ঘরের ভেতর ডেকে পাঠান।করণ জানিয়েছেন, এবারে বিগবসের থিম হবে স্টে কানেক্টেড (Stay Connected), মহিলা প্রতিযোগীরা তাঁদের পছন্দ অনুযায়ী একজন পুরুষ প্রতিযোগীকে পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারবেন। তাই বিগ বস ওটিটর নিয়ম অনুযায়ী পুরুষ প্রতিযোগীরা মহিলা প্রতিযোগীদের সঙ্গে জুটি বেঁধেই ঘরে ঢুকতে পারবে। আর তাই এদিন ‘কানেকশন গ্যালারি’-তে অপেক্ষা করতে হয় তাঁদের।
শুরু থেকেই প্রতিযোগিদের নিয়ে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বিগ বস। আর বিগ বসের ঘরে প্রতিযোগিদের আগমন মানেই ঝামেলা তো হবেই। আর চলতি সিজনের শুরুতেই একেবারে প্রথমদিনেই একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়লেন দুই প্রতিযোগি দিব্যা আগরওয়াল (Dibya Agarwal) এবং প্রতীক সহজপাল (Pratik Sehajpal)। দিব্যা আর প্রতীক দুজনেই এর আগে ‘এস অব স্পেস’ শোয়ে অংশগ্রহণ করেছিলেন।
View this post on Instagram
এদিন বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়া মাত্রই দিব্যা প্রতীককে দেখে বলতে শুরু করেন তাঁরা এর আগেও এক প্রতিযোগিতায় একসাথে অংশ নিয়েছিলেন। যা শুনে প্রতীক অভিযোগ করেন দিব্যা তার ফোন ধরেনা, মেসেজ করলে উত্তর দেয় না, তাহলে এখানে এসব কথা বলার মানে কি! যা শুনে দিব্যা ক্ষোভে ফেটে পড়েন এবং সে প্রতীককে গালি দিতে শুরু করে। শো হোস্ট কারণ জোহরের সামনেই ঘটে গোটা ঘটনা। অন্য দিকে দিব্যা শোতে দেরিতে অংশগ্রহণ করেন সেই কারণে এদিন তিনি কোনও কানেকশন বানাতে পারেননি। তাই দিব্যাকে আপাতত আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করতে হবে এভিকশনে নমিনেশনের জন্য।