• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি লেখাপড়াতেও তুখোড়! পিএইচডি শেষ করে ‘ডক্টর’ উপাধি পেলেন জুন আন্টি

টলিপাড়ায় তথা সিরিয়ালের জগতে বেশ পরিচিত অভিনেত্রী জুন আন্টি (June Aunty)। যদিও জুন আন্টি কিন্তুই তার অভিনয় কেরিয়ার প্রদত্ত নাম। অভিনেত্রীর আসল নাম ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। শ্রীময়ীতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে আজ নিজের আসল নামের চেয়ে ‘জুন আন্টি’ নামেই পরিচিতি তার কয়েকগুণ বেশি। খলনায়িকার চরিত্রে তার অভিনয় সত্যিই গায়ে জ্বালা ধরায় মানুষের, আর এখানেই তার সাফল্য।

তবে পর্দায় আপাদমস্তক নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও নিজের জীবনে দুর্দান্ত পজেটিভ একজন মানুষ ঊষসী চক্রবর্তী। তার ব্যক্তিত্ব, স্টাইল স্টেটমেন্ট, কথা বলার ধরণ সবই তুমুল প্রশংসনীয়। সিপিএম নেতা প্রয়াত শ্যামল চক্রবর্তীর মেয়ে তিনি। বাবার মতো বামপন্থী আদর্শেই তিনি দীক্ষিত।

   

ঊষসী চক্রবর্তী,জুন আন্টি,জুন আন্টির প্রেম কাহিনি,শ্রীময়ী,টলিউড,june aunty,Ushasie Chakraborty,Shreemoyi,Ushasie Chakraborty love story,doctoral,doctorates,phd,ডক্টর

বয়স বয়সের মতো বাড়ছে, কিন্তু তার জন্য লেখাপড়া ছেড়ে সংসার ধর্মে মন দেননি জুন আন্টি। অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন লেখাপড়া। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও লিঙ্গবৈষম্যতে পিএইচডি করছিলেন অভিনেত্রী। অবশেষে দীর্ঘ ৫ বছরের কঠোর পরিশ্রম, এবং ধৈর্য্যর দাম পেলেন তিনি। অবশেষে তার নামের আগে জুড়তে চলেছে ‘ডক্টর’ শব্দটি।

Ushasie Chakraborty Father Death Anniversary ঊষসী চক্রবর্তী

গতবছরেই নিজের বিষয়ে থিসিস পেপার জমা দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এরমধ্যে তিনি হারিয়েছেন তার বাবাকে৷ দুঃখ একটাই মেয়ের এতবড় সাফল্য দেখে যেতে পারলেন না তিনি। থিসিস জমা দেওয়ার কয়েকদিন আগেই পরলোকগমন করেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী।

প্রায় একবছর পর ডিগ্রি লাভ করে আনন্দে ডগমগ জুন আন্টি। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর জানিয়ে তিনি লিখেছেন, “আমি এতদিনে ‘অ্যাক্টর’ থেকে ‘ডক্টর’ হলাম। অবশেষে আমার ডক্টরেট ডিগ্রী লাভ করলাম। সবথেকে কাকতালীয় ঘটনা আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনই আমি এই ডিগ্রি লাভ করেছি। এটা আমার কাছে যেন একটা ম্যাজিক। আমার পিএইচডি এর জন্য আমার থেকেও আমার বাবার বেশি আগ্রহ ছিল। পিএইচডি এর থিসিস জমা দেওয়ার ব্যাপারে বাবা বারবার আমাকে জিজ্ঞাসা করতেন।”

site