শনিবার জাপানের টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। দেশবাসীর কাছে এখন গর্বের আর এক নাম নীরজ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আবেগে ভাসছেন নেটিজেনরা। যার জেরে হরিয়ানার বাসিন্দা ২৩ বছর বয়সী এই তরুণ তুর্কির ফলোয়ার সংখ্যা রাতারাতি ২০ লক্ষ বেড়ে গিয়েছে। অভিনব বিন্দ্রার পর দেশের দ্বিতীয় অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত স্বর্নপদকের (Gold Medal) মালিক এখন নীরজ চোপড়া।
সোনার ছেলের এই সাফল্যের জেরে আনন্দে মশগুল গোটা দেশ। বলিউড থেকে টলিউড স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশবাসীর হৃদয় স্পর্শ করেছে স্বর্ণপদক জয়ের এই জাতীয় ভাবাবেগ। জনতা থেকে সেলিব্রেটি প্রত্যেকের মুখেই এখন একটাই নাম। তাই অনান্যদের মতোই এদিন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া কে অভিনন্দন জানাতে ফেসবুকে ৫ শব্দের একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছিলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ গুনগুন ওরফে তৃণা সাহা (Trina Saha)।
প্রসঙ্গত বিয়ের এই প্রথম স্বামী অর্থাৎ অভিনেতা নীল চক্রবর্তীর সহ অনান্য বন্ধুদের সাথে গোয়ায় ছুটি কাটাতে ব্যস্ত রয়েছেন তৃণা। সেই ছুটির মধ্যেই গতকালের ঐতিহাসিক ঘটনার খবর পেয়ে বাকিদের মতোই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণা। আর সেখানেই করে বসলেন এক মস্ত ভুল! অভিনেত্রী শুভেচ্ছা তো জানিয়েছেন কিন্তু স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার বদলে লিখে বসেছেন পরিচালক-প্রযোজক নীরজ পাণ্ডের নাম।
এদিন দেখা যায় তৃণা তাঁর ফেসবুক পোস্টে নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেন ‘নীরজ পাণ্ডে… তোমার জন্য গর্বিত’। মাত্র পাঁচ শব্দের শুভেচ্ছা বার্তাতেই এমন ভুল দেখা মাত্রই সঙ্গে সঙ্গে স্ক্রিন শট নিতে ভোলেননি নেটিজেনরা। আর তারপরেই অভিনেত্রীর ভুল ধরিয়ে দিয়ে ট্রোলিং এ মেতে ওঠেন নেটিজেনরা। কেউ কেউ ভুল শুধরে দিয়ে লিখেছেন , ‘আমার মনে হয়, ওটা নীরজ চোপড়া হবে।’ আবার কিছুজন হেসেই গড়িয়ে পড়েছেন।
বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি নিজের ভুল শুধরে নেন তৃণা। কিন্তু ততক্ষণে পুরনো লেখা স্ক্রিনশট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।সম্প্রতি এমনই এক ভুল করে বসেছিলেন বলিউড অভিনেত্রী টিস্কা চোপড়াও। মীরাবাঈ চানুকে পদক জয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি ভুলবশত ইন্দোনেশিয়ার ভারোত্তলক উইন্ডি ক্যানটিকা আইসাহর ছবি শেয়ার করে ফেলেছিলেন। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন টিস্কা চোপড়া।