• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় তবলা বাজাত কীর্তনের দলে! দুর্গাপুরের ছেলে মিকা সিংয়ের গান আজ ভারত বিখ্যাত

বলিউডের অজস্র গায়কদের মধ্যে একজন হলেন মিকা সিং (Mika Singh)। মিকার গান ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গোটা দেশের শ্রোতাদের কাছে। বলিউডের একাধিক ছবিতে মিকার গান আজও সকলেরই পছন্দ। আখ মারে থেকে শুরু করে সুবহা হোনে না দে এর মত বহু গান রয়েছে যেগুলো শুনলেই রীতিমত নাচতে ইচ্ছা করে। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের বিখ্যাত এই গায়ক আসলে আমাদের বাংলারই ছেলে।

মিকা সিংয়ের আসল নাম অমৃক সিং। পশ্চিমবঙ্গের দুর্গাপুরেজন্ম হয়েছিল মিকার। তবে জন্মের পর বাবার কাজের কারণে বিহারে চলে যেতে হয়। তাই ছোট থেকে বিহারেই বড় হয়ে উঠেছিল মিকা সিং। বিহারে বেশ কষ্টেই দিন কেটেছিল মিকার দিন। মিকা ছিলেন মা বাবার সর্বশেষ ও ষষ্ঠ সন্তান। এতো বড় পরিবার চালানোর জন্য যথেষ্ট উপার্জন ছিল না বাবার। যার ফলে আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ছিল মিকার পরিবারের।

   

Mika Singh মিকা সিং

ছোটবেলায় পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, তবে পড়াশোনার প্রতি আগ্রহ কমই ছিল। তবে পড়ায় মনোযোগ না থাকলেও গানের প্রতি আকর্ষণ ছিল ছোট থেকেই। বাবার থেকে প্রাথমিক সংগীত শিক্ষা লাভ করেছিলেন মিকা। তবলা খুব ভালো বাজাতে শিখেছিলেন মিকা সিং। পাটনার গুরদ্বারে কীর্তনের  দলের সাথে তবলা বাজাতেন মিকা। বদলে ১০০ টাকা পারিশ্রমিক পেতেন।

গানের সাথেই যুক্তছিলেন মিকা সহ ৫ ভাই। এরপর মিকার দাদা ব্যান্ড তৈরী করে। এরপর থেকেই গানের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। দাদাকে দেখে নিজের ব্যান্ড শুরু করে দেয় মিকা। নিজেই গান লেখা থেকে গাওয়া সবটা করত, ধীরে ধীরে জনপ্রিয়তাও বাড়তে থাকল। ১৯৯৮ সালে ‘সাওয়ান ম্যা লাগ গ্যায়ি আগ’ গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে নাম হয়ে যায় মিকার। এরপর ২০০৬ সালে প্রথম বলিউডে গান তৈরির সুযোগ আসে।

মিকা সিং Mika SIngh

‘আপনা সপ্না মানি মানি’ ছবি দিয়েই বলিউডের প্রথম কাজের সুযোগ হয়। এরপর একেরপর এক হিট গান তৈরী করতে থাকে মিকা। আর সাথে সাথেই জনপ্রিয়তাও বাড়তে থাকে হু হু করে। বলিউড থেকে টলিউড সর্বত্রই গানের মধ্যে দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন মিকা সিং। তবে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে মিকার। বর্তমানে ইন্ডাস্ট্রিতে খুব একটা দেখতে পাওয়া যায় না তাকে।

site