দিন কয়েক আগেই বাড়ি থেকে বিপুল পরিমাণ ওয়াইন, মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম রাখার অভিযোগে আটক করা হয় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে (Porimoni)। বুধবার একেবারে নাটকীয়ভাবে টানটান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করে ব়্যাব অর্থাৎ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB)। এবার পরীমণিকে সংহতি জানিয়ে এই গোটা বিষয়টির প্রতিবাদে গর্জে উঠলেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে পরীমণির নাম উল্লেখ না করেই বাংলাদেশী সরকারকে কটাক্ষের সুরে বলেন, ‘বাড়িতে মদ থাকার জন্য বাংলাদেশের মেয়েদের গ্রেফতার করা হচ্ছে।’ এখানেই শেষ নয় এরপর ফেসবুকে র্যাপের প্রকাশিত রিপোর্টকে কাটাছেঁড়া করে পরীমণির অপরাধ নিয়ে আলোচনা করেছেন লেখিকা।
লিখেছেন, ” ১, পিরোজপুর থেকে ঢাকায় এসে স্মৃতিমণি ওরফে পরীমণি সিনেমায় রাতারাতি চান্স পেয়ে গেছে। ২, তার বাড়িতে বিদেশি মদের বোতল পাওয়া গেছে। ৩, তার বাড়িতে একখানা মিনি বার আছে। ৪, পরীমণি মদ্যপান করে, এখন সে মদে আসক্ত। ৫, নজরুল ইসলাম নামের এক প্রযোজক, যে তাকে সাহায্য করেছিল সিনেমায় নামতে, মাঝেমধ্যে পরীমণির বাড়িতে আসে, মদ্যপান করে। ৬, ডিজে পার্টি হতো পরীমণির বাড়িতে। ৭, আইস সহ মাদকদ্রব্য পাওয়া গেছে (এগুলোর চেহারা অবশ্য দেখানো হয়নি)। ৮, মদ খাওয়ার বা সংগ্রহ করার লাইসেন্স আছে পরীমণির, তবে তার মেয়াদ পার হয়ে গেছে, এখনও রিনিউ করেনি সে। তারপর আরো কিছু খবর দেখলাম, পরীমণি পর্নো ছবির সঙ্গে যুক্ত ছিল। না, এটিরও প্রমাণ কিছু দেখানো হয়নি।”
তসলিমা নাসরিন লিখেছেন, ”মদ খাওয়া, মদ রাখা, ঘরে মিনিবার থাকা কোনওটিই অপরাধ নয়। বাড়িতে বন্ধু বান্ধব আসা, এক সঙ্গে মদ্যপান করা অপরাধ নয়। বাড়িতে ডিজে পার্টি করা অপরাধ নয়। কারও সাহায্য নিয়ে সিনেমায় নামা অপরাধ নয়। কারো সাহায্যে মডেলিং এ চান্স পাওয়া অপরাধ নয়। কোনও উত্তেজক বড়ি যদি সে নিজে খায় অপরাধ নয়। ন্যাংটো হয়ে ছবি তোলাও অপরাধ নয়। লাইসেন্স রিনিউ-এ দেরি হওয়াও তো অপরাধ নয়। পরীমণি নাকি একাধিক বিয়ে করেছে, সেটিও কোনও অপরাধ নয়।” লেখিকার প্রশ্ন, ”অপরাধ তবে কোথায়? যে অপরাধের জন্য দামি গ্লেনফিডিশ হুইস্কিগুলো বাজেয়াপ্ত করা হলো, মেয়েটাকে গ্রেফতার করা হলো, রিমাণ্ডে নেওয়া হলো!”
তসলিমা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, ”সত্যিকার অপরাধ খুঁজছি। কাউকে কি জোর করে মাদক গিলিয়েছে, মদ গিলিয়েছে, কারও সঙ্গে প্রতারণা করেছে মেয়েটি? ধাপ্পা দিয়ে ব্যাংকের হাজার কোটি টাকা পকেটে ভরেছে? কাউকে খুন করেছে? অনেকে বলছিল খুব গরিব ঘর থেকে উঠে এসে ধনী হয়েছে পরীমণি। গরিব থেকে ধনী হওয়া পুরুষগুলোকে মানুষ সাধারণত খুব প্রশংসা করে, কিন্তু মেয়ে যদি গরিব থেকে ধনী হয়, তাহলেই চোখ কপালে ওঠে মানুষের। কী করে হলো, নিশ্চয়ই শুয়েছে। যদি শুয়েই থাকে, তাহলে কি জোর করে কারো ইচ্ছের বিরুদ্ধে শুয়েছে? ধর্ষণ করেছে কাউকে? পুরুষেরা যেমন দিন রাত ধর্ষণ করে মেয়েদের, সেরকম কোনও ধর্ষণ? অপরাধ খুঁজছি।”
এই প্রথমবার নয় এর আগেও অভিনেত্রী নুসরত জাহানের প্রসঙ্গেও গলা তুলেছিলেন নুসরত। নুসরতের মা হওয়ার ‘খবর’ যে তাঁর চোখে পড়েছে, তা স্পষ্ট জানান তসলিমা। পাশাপাশি পোস্টে লেখিকা তুলে ধরেছেন নিখিল-নুসরতের দাম্পত্য জীবনের কথাও। নুসরতের বিবাহিত জীবনের সমস্যা ও এরই মাঝে অভিনেত্রীর জীবনে যশের আবির্ভাব, সব মিলিয়ে সম্পর্কে শান্তি না থাকলে যে বিবাহবিচ্ছেদই শ্রেষ্ঠ উপায়, সে কথাও সাফ জানান তসলিমা।