• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌরভ গাঙ্গুলির বড় ফ্যান সৌরভ দাস! একসময় দাদার জেরেই স্কুল থেকে বহিস্কৃত হচ্ছিলেন অভিনেতা

Published on:

সৌরভ গাঙ্গুলী Sourav Ganguly সৌরভ দাস Sourav Das

বাঙালিদের কাছে ক্রিকেটের মহারাজ মানেই সৌরভ গাঙ্গুলী (sourav ganguly)। আসল নাম ছাড়াও দাদা নামে বাংলার সকলের কাছে পরিচিত তিনি। বাংলা থেকে শুরু করে গোটা দেশে অগণিত ভক্ত রয়েছে  সৌরভ গাঙ্গুলির। আর এই বিশাল সংখ্যক ডাই হার্ড ফ্যানেদের মধ্যে একজন হলেন অভিনেতা সৌরভ দাস। একেবারে ছোট থেকেই সৌরভ গাঙ্গুলির ফ্যান সৌরভ দাস (Sourav Das)।

জি বাংলার দাদাগিরি এর মঞ্চে একবারে সৌরভ গাঙ্গুলির সাথে মুখোমুখি হয়েছিলেন সৌরভ দাস। আর দাদার সামনে এসে নিজের ছোটবেলার এক ঘটনার কথা জানিয়েছেন অভিনেতা। ছোটবেলায় দাদার প্রতি অগাধ ভালোবাসার কারণেই একবার স্কুল থেকে বহিস্কৃত হতে বসেছিলেন অভিনেতা সৌরভ। কিভাবে? সে এক মজার গল্প, যেটা সৌরভ নিজেই জানিয়েছেন সকলকে।

সৌরভ গাঙ্গুলী Sourav Ganguly সৌরভ দাস Sourav Das

আগেই বলেছি যে সৌরভ দাস ছোট থেকে সৌরভ গাঙ্গুলি বলতে অজ্ঞান ছিলেন। সুতরাং দাদার বিরুদ্ধে কোনো কথা উঠলে সেটা মুখ বুঝে সহ্য করবেন না এটাই স্বাভাবিক।  কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ছিলেন সৌরভ দাস। একবার স্কুল বসে করে স্কুলে যাবার সময়  একটি ঘটনা ঘটেছিল। স্কুল বাসের কিছুটা সামনের দিকেই বসতেন সৌরভ, আর বাসের পিছনের দিকে বসেছিল শচীন ফ্যানেরা।

শচীন ফ্যানেরা সৌরভ গাঙ্গুলির সেই সময়ের একটি বিজ্ঞাপন নিয়ে হাসি ঠাট্টা করতেই মাথা গরম হয়ে যায় সৌরভের। স্কুলে বাসের মধ্যেই পেছনে বসে থাকা ছেলেদের ঘুসি মেরে দেয় ছোট্ট সৌরভ। সেই সময় স্কুল বসে উপস্থিত ছিলেন এক স্কুল শিক্ষকও। শিক্ষক মারামারি থামাতে গেল তাকেও রাগের বশে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল সৌরভ। একেবারে সোজাসুজি অভিযোগ গিয়ে পড়ে স্কুলে।

এরপর সৌরভের বাবাকে ডেকে পাঠানো হয় প্রিন্সিপালের অফিসে। সৌরভের বাবাকে তার কান্ডকারখানা জানানো হয়। এবং জানানো হয় যে আসল সৌরভ গাঙ্গুলি কিন্তু এর কিছুই জানতে পারছেন না, তবে এই ঘটনার জন্য স্কুল থেকে বের করে দেওয়া হতে পারে তাকে। এই মর্মে ওয়ার্নিং দেওয়া হয়েছিল সৌরভ দাসকে, যে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তাকে স্কুল থেকেই বের করা দেওয়া হবে।

এই ঘটনার পর বাড়িতে যেতেই সৌরভ দাসের বাবা তাকে সৌরভ গাঙ্গুলিকে ভুলে যেতে বলেছিলেন। যদিও সেটা সম্ভব হয়নি কোনোদিনই। বরং সৌরভ গাঙ্গুলির প্রতি ভালোবাসা যত দিন গেছে ততই বেড়েছে। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে নিজের ছোটবেলার এই অভিজ্ঞতা স্বয়ং দাদার সাথেই শেয়ার করেছেন অভিনেতা। তার এই স্বীকারোক্তির ভিডিও ক্লিপটি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥